ফের মাস্কের সংস্থা এক্স বিতর্কে! নেটদুনিয়ায় ঘুরছে ৩০ লক্ষ বিকিনি পরিহিতার ছবি, আতঙ্কে মহিলারা..

Published : Jan 25, 2026, 10:21 PM IST
World Bikini day 2024

সংক্ষিপ্ত

গ্রকের কাছে মহিলাদের স্বচ্ছ বিকিনি পরানোর ‘আবদার’ করতেই তা পূরণ করা হচ্ছিল। অতি সহজেই একজনের মুখে অন্যের অর্ধনগ্ন শরীর জুড়ে দিচ্ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা।

ফের তীব্র বিতর্কে জড়াল এলন মাস্কের সংস্থা এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট গ্রক (Grok AI)। আগেও এই এআই ফিচারকে ঘিরে নারীদের সম্মানহানির অভিযোগ উঠেছিল। এবার সামনে এল আরও ভয়াবহ তথ্য, যা ঘিরে আন্তর্জাতিক স্তরে উদ্বেগ ছড়িয়েছে। অভিযোগ, ফিচারটি বন্ধ করার আগেই গ্রকের সাহায্যে শিশু ও মহিলাদের অন্তত ২৫ লক্ষেরও বেশি অশ্লীল ও খোলামেলা ছবি তৈরি করা হয়েছিল।

গ্রকের মাধ্যমে খুব সহজেই কারও মুখ ব্যবহার করে কৃত্রিমভাবে স্বল্পবসনা বা বিকিনি পরা ছবি বানানো যাচ্ছিল। কোনও অনুমতি ছাড়াই একজনের মুখ অন্য একজনের অর্ধনগ্ন শরীরের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছিল। শুধু সাধারণ মানুষই নন, স্বয়ং এলন মাস্কের মুখ ব্যবহার করেও এমন ছবি বানানোর নজির সামনে এসেছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই এআই-তৈরি ছবিগুলি পরে সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়। ফলে বহু মহিলা ও কিশোরী নিজেদের নাম বা মুখ ব্যবহার করা আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে থাকতে দেখেছেন। ডিজিটাল নিরাপত্তা ও ঘৃণাভাষণের বিরুদ্ধে কাজ করা সংস্থা সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট (CCDH) জানিয়েছে, প্রকাশ্যে আসা প্রায় ৩০ লক্ষ ছবির মধ্যে বিপুল সংখ্যকই অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ। রিপোর্ট অনুযায়ী, মাত্র দু’সপ্তাহের মধ্যেই অন্তত ২৩ হাজার শিশুর এমন ছবি তৈরি ও ছড়ানো হয়। বাকি লক্ষ লক্ষ ছবিতে ছিলেন প্রাপ্তবয়স্ক মহিলারা।

এখন প্রশ্ন ওঠে, বিনা অনুমতিতে কীভাবে কারও মুখ ব্যবহার করে তাদের নগ্ন ছবি তৈরি করে নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়া হল? পরবর্তীতে একাধিক দেশের সরকার এহেন কাণ্ডের বিরুদ্ধে সরব হয়। দ্রুত ফিচারটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। চাপে পড়ে শেষমেশ ফিচারটি বন্ধ করে এক্স। কিন্তু মাস্কের সংস্থার কর্মকাণ্ডে রীতিমতো আতঙ্কে বহু মহিলা!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সতর্ক না হলে ফেসবুক, ইনস্টাগ্রামের তথ্য ফাঁস হবে; ডেটা চুরির থেকে বাঁচার উপায় কী?
পৃথিবীতে কোথা থেকে-কীভাবে জল এল? নাসার নতুন গবেষণায় বিরাট খোলাসা