বাজেটের মধ্যেই এবার ঘরে আনুন Samsung Galaxy F22, কম টাকায় দুর্দান্ত কিছু ফিচার

  • কম টাকায় ভালো ফোনের খোঁজ
  • এবার বাড়িতে আনুন Samsung Galaxy F22
  • জেনে নিন দাম কত
  • কী কী ফিচার আছে এতে 

Jayita Chandra | Published : Jul 6, 2021 2:47 PM IST

ভারতের বাজারে লঞ্চ করলো Samsung Galaxy F22 স্মার্টফোন। এই ফোনের নতুন এবং আকর্ষণীয় ফিচার হলো ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এর পাশাপাশি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক্যামেরা রয়েছে ফোনটিতে। 

আরও পড়ুন- লিপ কিস হোক বা ফ্রেঞ্চ, চুমুতে বদলায় ভালোবাসার ভাষা

আরও পড়ুন- মনের খোঁজ তো রাখেন, কিন্তু হার্ট নিয়ে ভাবেন কি, ব্যস্ততার মাঝে ডায়েটে আনুন খানিক বদল

Samsung Galaxy F22 এর ফিচার

১. ৬.৪ ইঞ্ছি এইচডি প্লাস AMOLED ইনফিনিটি ইউ ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
২. আর্ম মালি জি৫২ জিপিইউ সহ অচক্তা-কোর মিডিয়াটেক হেলিও জি ৮০ প্রসেসর।
৩. সরবচ্চ ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ফোন স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
৪. ফোনের পিছনে মোট চারটি ক্যামেরা রয়েছে। ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল করে দুটো সেন্সর। এছাড়াও সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। 
৫. রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, ১৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সঙ্গে। 
৬. ফোনটির অ্যানড্রয়েড  ১১ বেসড ইউআই ৩.১ সিস্টেমে চলবে। 
৭. ফোন ওজন ২০৩ গ্রাম। 

ফোনের দাম
ফোনটির র‍্যাম রোমের উপর ভিত্তি করে দুধরণের দাম করা হয়েছে। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজের জন্য দাম ১২,৪৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ফোনের দাম করা হয়েছে ১৪,৪৯৯ টাকা। 

ফোনের রঙ
এখনো পর্যন্ত দুটি রঙে পাওয়া যাবে ফোনটি। ডেনিম ব্ল্যাক এবং ডেনিম ব্লু। আগামী ১৩ জুলাই দুপুর ১২ টা থেকে Flipkart ও Samsung.com ফোনটি কেনা যাবে। প্রিপেড ট্রানজেকশনে ফোনের দুটি স্টোরেজ  ভ্যারিয়েন্টের  ওপর ১০০০ টাকার ছাড় পাওয়া যাবে।

Share this article
click me!