দাপিয়ে বেড়াচ্ছে চিনের এআই মডেল deepseek! কী সুবিধা দিচ্ছে এই প্রযুক্তি? যা ঘুম ছুটিয়েছে আমেরিকারও

Published : Jan 28, 2025, 03:25 PM IST
ai technology

সংক্ষিপ্ত

এআই ও কোয়ানটিটেটিভ ফিনান্স নিয়ে গবেষণা করেছেন তিনি। এআইয়ের ব্যবহার ও আর্থিক তথ্য গবেষণা করা ছিল যার অন্যতম কাজ। চিনের প্রথম সারির সিংহুয়া বা পেকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা লিয়াংয়ের টিমে রয়েছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বাজারে নতুন আলোড়ন ফেলেছে ডিপসিক।বিশেষজ্ঞদের মতে, চিনের স্টার্ট আপ ডিপসিকের এআই মডেল গোটা বিশ্বে প্রযুক্তি জগতে ঘুম কেড়ে নিয়েছে। মার্কিন সংস্থা এনভিডিয়ার-এর কয়েক লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে এই ডিপসিকের কারণে।মনে করা হচ্ছে,চিনা সংস্থার দাপটে চ্যাট জিপিটি,জেমিনি, ক্লড এআইয়ের কথা ভুলতে বসেছে প্রযুক্তিশীল মানুষ।মাত্র দিন কয়েক আগে চালু হওয়া এই উদ্ভাবনী অ্যাপটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে।রিপোর্টে দেখা গিয়েছে, মার্কিন অ্যাপ স্টোর চার্টের শীর্ষে পৌঁছেছে। এমনকি ডাউনলোডের ক্ষেত্রে চ্যাটজিপিটিকেও ছাড়িয়ে গেছে। ডিপসিক কী? চিনের হ্যাংঝোতে এআই গবেষণাগার ডিপসিক। এদের লেটেস্ট মডেল হল আর ওয়ান। ২০২৩ সালে কোম্পানির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার লিয়াং ওয়েনফেং। 

এআই ও কোয়ানটিটেটিভ ফিনান্স নিয়ে গবেষণা করেছেন তিনি। এআইয়ের ব্যবহার ও আর্থিক তথ্য গবেষণা করা ছিল যার অন্যতম কাজ। চিনের প্রথম সারির সিংহুয়া বা পেকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা লিয়াংয়ের টিমে রয়েছেন। অনেকেই মনে করছেন যে, বিশ্বব্যাপী প্রযুক্তিগত কর্মকাণ্ডে সুবিধা করে তৎপরতা দেখাবে এই চিনা অ্যাপ। গবেষকদের মতে, মডেলটি বানানো হয়েছে ৬ মিলিয়ন ডলারের কমে। যা কিনা প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির থেকে অনেক কম খরচে। ডিপসিকের অ্যাডভান্সড ওপেন সোর্স এআই সিস্টেম ওপেন-এআইয়ের চ্যাট জিপিটিকে পেছনে ফেলে দিয়েছে। বিশ্বের একাধিক দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাজ্য ও চিনে অ্যাপেলের অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি রেটের ফ্রি অ্যাপের তকমা পেতে চলেছে ডিপসিক। আর কারণেই এআইয়ের বাজারে আমেরিকার আধিপত্যকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চিনা সংস্থা ডিপসিক। বলা যেতে পারে, ডিপসিকের লেটেস্ট মডেল এআই মডেসগুলির তুলনায় অনেক সস্তা। অর্থাৎ সাশ্রয়ী এই মডেল ফ্রিতেই ব্যবহার করা যাচ্ছে। শুধু তাই নয়, পারফরমেন্সের নিরিখেও কয়েক কদম এগিয়ে ডিপসিক।ব্যবহারকারীরা মনে করছেন,মানুষের ভাবনাচিন্তার সম্পূর্ণ মিল রয়েছে এই এআই মডেলে। 

কোনও রেসপন্স দেওয়ার আগে তার সাপেক্ষে যুক্তিও দিয়ে থাকে এই মডেল। সংস্থার পক্ষ থেকে দাবি হয়েছে, ওপেন এআইয়ের লেটেস্ট মডেলের সঙ্গে হামেশাই পাল্লা দিতে পারবে ডিপসিকের এআই মডেল। চিনের ডিপসিক নিয়ে বিশ্বজুড়ে এত হইচইয়ের কারণ, এই মডেলের স্বচ্ছতা ও দক্ষতার নিয়ে। অনায়াসেই ব্যবহার করা যাবে এই এআই মডেল। চিনে অ্যাডভান্সড সেমিকনডাকটর রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা। তবুও এআইতে তাদের উন্নতি রোখা যায়নি। সবচেয়ে সস্তায় অত্যাধুনিক এআই মডেল নিয়ে হাজির চিন বুঝিয়ে দিয়েছে প্রযুক্তিতে তাদের দক্ষতা। ব্যবহারকারীরা কোনও সাবস্ক্রিপশন ফি ছাড়াই এই প্রযুক্তি উপভোগ করতে পারবেন, যা এটিকে একে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে অথবা [chat.deepseek.com](https://chat.deepseek.com) ওয়েবের মাধ্যমে সরাসরি অ্যাক্সেস করে আপনি সহজেই কাজ শুরু করতে পারেন। ডিপসিক কীভাবে ডাউনলোড করবেন ১. আপনার আইফোনে অ্যাপ স্টোর খুলুন। 

২. সার্চ বারে "ডিপসিক" টাইপ করুন। 

৩. ডাউনলোড শুরু করতে Get বোতামে ট্যাপ করুন। 

ওয়েবে ডিপসিক কীভাবে ব্যবহার করবেন

 ১. আপনার পছন্দের ওয়েব ব্রাউজার চালু করুন এবং [chat.deepseek.com](https://chat.deepseek.com) এ যান। 

২. আপনার গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন। 

৩. আপনি চ্যাটজিপিটির মতো একটি ইন্টারফেস পাবেন, যেখানে আপনি একটি ডায়ালগ বক্সে প্রশ্ন টাইপ করতে পারবেন এবং এআই চ্যাটবট থেকে তাৎক্ষণিক উত্তর পেতে পারবেন।

 আপনি যদি এখনও এই প্রযুক্তি ব্যবহার না করে থাকেন, তাহলে এখনই এই এআই টুলটি দেখে নেওয়ার উপযুক্ত সময় ।

PREV
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার