Open AI: ভারতে নতুন অফিস খুলছে ওপেন এআই, ব্যবসা বাড়াতে দিল্লীতে আসছে এই টেক জায়ান্ট?

Published : Aug 22, 2025, 12:55 PM IST
open ai

সংক্ষিপ্ত

Open AI: ভারতের বুকে অফিস খুলতে চলছে ওপেন এআই। এই প্রসঙ্গে ওপেন এআই-এর এশিয়া প্যাসিফিক বিভাগের মুখ্য জনসংযোগ আধিকারিক উইলকজিন্সকি একটি বিবৃতি দিয়েছেন।

Open AI: টেকনোলজি ক্ষেত্রে ইতিমধ্যেই তারা রীতিমতো বিপ্লব নিয়ে চলে এসেছে। এবার ভারতের বুকে প্রথম অফিস খুলতে চলেছে ওপেন এআই। এই কথা লিঙ্কডইনে পোস্ট করে জানিয়েছেন ওপেন এআই-এর এশিয়া প্যাসিফিক বিভাগের মুখ্য জনসংযোগ আধিকারিক উইলকজিন্সকি। 

ঠিক কী জানিয়েছেন তিনি?

তিনি লিখেছেন, “OpenAI ক্রমশ ভারতে সম্প্রসারিত হচ্ছে। এই বছরের শেষদিকে, ভারতের বুকে আমরা নয়াদিল্লীতে প্রথম অফিসটি খুলতে চলেছি। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার গ্রহণ রীতিমতো অবিশ্বাস্য। এটি ব্যবহারকারীদের দিক থেকে ChatGPT-এর দ্বিতীয় বৃহত্তম বাজার। যা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই।:গত এক বছরে ভারতে ChatGPT-এর সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় চারগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ওপেনএআই প্ল্যাটফর্মে এটি বিশ্বব্যাপী শীর্ষ ৫টি ডেভেলপার বাজারের মধ্যে স্থান করে নিয়েছে। গোটা বিশ্বব্যাপী ChatGPT-তে সবচেয়ে বেশি শিক্ষার্থী রয়েছে এই দেশে।" 

সবমিলিয়ে, যেভাবে ভারত ডিজিটাল বিপ্লবের দিকে এগোচ্ছে, তাতে এই পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সেইসঙ্গে, প্রচুর ব্যবহারকারীও রয়েছেন। তাই এবার এবার ভারতের বুকে প্রথম অফিস খুলতে চলেছে ওপেন এআই। ইতিমধ্যেই ওপেনএআই ভারতে ChatGPT Go নামে একটি নতুন সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে। প্রতি মাসে ৩৯৯ টাকা মূল্যের এই প্ল্যানটি GPT-5, বর্ধিত মেসেজ লিমিট এবং UPI পেমেন্ট সুবিধা সহ বাজারে আসছে। 

ChatGPT-এর ফ্রি প্ল্যানে থাকা সুবিধাগুলির সঙ্গে Go প্ল্যানে ওপেনএআই-এর সর্বশেষ এবং উন্নত মডেলটি GPT-5-এর অ্যাক্সেস পাওয়া যাবে। এই প্ল্যানটি বিনামূল্যে ব্যবহারকারীদের তুলনায় বেশি মেসেজ লিমিট, অনেক বেশি রেগুলার ছবি তৈরির সুবিধা, অতিরিক্ত ফাইল আপলোড করার সুবিধা এবং পাইথনের মতো অ্যাডভান্সড ডেটা অ্যানালাইসিস টুলস ব্যবহারের সুযোগ দেবে। এছাড়াও ফ্রি অ্যাকাউন্টের তুলনায় দ্বিগুণ মেমরি প্রদান করার ফলে, এটি কথোপকথন দীর্ঘ সময় ধরে মেমোরিতে ধরে রাখতে পারে।

 

 

ভারতে নতুন অফিস খুলছে ওপেন এআই

এবার সোজা ভারতের বুকে অফিস খুলতে চলছে ওপেন এআই। এই প্রসঙ্গে ওপেন এআই-এর এশিয়া প্যাসিফিক বিভাগের মুখ্য জনসংযোগ আধিকারিক উইলকজিন্সকি জানিয়েছেন, চলতি বছরের শেষদিকে, দিল্লীতে তাদের প্রথম অফিসটি খোলা হবে। গোটা ভারতের বাজারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা মাথায় রেখেই, তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ঐ কর্তা।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার