মোবাইলের প্রতিযোগীতায় বেশ জনপ্রিয় স্মার্টফোনের এই কোম্পানি। এই সংস্থার একের পর এক স্মার্টফোন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে গ্রাহকদের মধ্যে। স্টাইলিশ লুক-সহ উন্নতমানের ফিচার এই ফোন জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ। অবশেষে মোবাইলের বাজারে লঞ্চ হল ওপো রেনো এসটু স্মার্টফোন। সোমবার চিনে লঞ্চ হয়েছে এই ফোন। গত বছর এই মোবাইলটি ওপো রেনো এসটু নামে লঞ্চ হয়েছিল। তবে এবারে সংস্থা রেনো বাদ দিয়ে শুধুমাত্র ওপো এসটু নামে লঞ্চ করেছে এই ফোন। জেনে নেওয়া যাক ওপো এসটু ফোনের বিস্তারিত-
ওপো এসটুস্মার্টফোনে রয়েছে ৮ জিবি ব়্যাম ও ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ও ১২ জিবি ব়্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ক্যাপাসিটি। ওপো এসটু-তে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড ১০। সেই সঙ্গে থাকছে কালার ওএস ৭.১ স্কিন-সহ কোয়ালকম ও স্ন্যাপড্রাগন চিপসেট। রয়েছে অক্টাকোর প্রসেসর এর সুবিধা।