মানুষ 5G স্মার্টফোনের দিকে ঝুঁকছে। আপনিও যদি 5G ফোন খুঁজছেন, তাহলে এই সেলটি আপনার কাজে লাগতে পারে। POCO M3 Pro 5G স্মার্টফোন খুব সস্তায় কেনা যাবে। জেনে নিন কিভাবে...
ফ্লিপকার্ট এ পোকো ক্রিকেট কার্নিভাল সেল চলছে। এই বিক্রয় ৪ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং ১০ এপ্রিল পর্যন্ত চলবে। অর্থাৎ রবিবার শেষ হবে এই বিক্রি। বিক্রিতে পোকো-এর স্মার্টফোনগুলিতে বিশাল ছাড় রয়েছে৷ ভারতে 5G পরিষেবা শুরু হতে চলেছে। এমন পরিস্থিতিতে মানুষ 5G স্মার্টফোনের দিকে ঝুঁকছে। আপনিও যদি 5G ফোন খুঁজছেন, তাহলে এই সেলটি আপনার কাজে লাগতে পারে। POCO M3 Pro 5G স্মার্টফোন খুব সস্তায় কেনা যাবে। চলুন বলি কিভাবে...
ফ্লিপকার্ট পোকো ক্রিকেট কার্নিভাল সেল:
পোকো M3 Pro 5G অফার এবং ডিসকাউন্ট
পোকো M3 Pro 5G 4GB RAM + ৬৪ GB স্টোরেজ ভেরিয়েন্টের লঞ্চিং মূল্য হল ১৫ ৯৯৯টাকা, কিন্তু ফোনটি সেল এ ১৪,৫৪৯ টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ ফোনে ১, ৪৫০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এর পরে রয়েছে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার, যার কারণে ফোনের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
ফ্লিপকার্ট পোকো ক্রিকেট কার্নিভাল সেল:
পোকো M3 Pro 5G ব্যাঙ্ক অফার৷
আপনি যদি পোকো M3 Pro 5G 4GB কিনতে Axis Bank এর ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে আপনি ৭২৮ টাকার তাত্ক্ষণিক ছাড় পাবেন। অর্থাৎ ফোনটির দাম হবে ১৩,৮২১ টাকা। এর পরেও রয়েছে এক্সচেঞ্জ অফার। চলুন জেনে নেওয়া যাক সেলের মধ্যে কত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।
ফ্লিপকার্ট পোকো ক্রিকেট কার্নিভাল সেল:
পোকো M3 Pro 5G এক্সচেঞ্জ অফার
POCO M3 Pro 5G-তে 13,000 টাকার বিনিময় অফার রয়েছে। আপনি যদি আপনার পুরানো স্মার্টফোনটি এক্সচেঞ্জ করেন তবে আপনি এত ছাড় পেতে পারেন। কিন্তু ১৩ হাজার ছাড় কেবল তখনই পাওয়া যাবে যদি আপনার পুরানো ফোন ভালো অবস্থায় থাকে এবং মডেলটি লেটেস্ট হয়। আপনি যদি ফুল অফ পেতে পরিচালনা করেন তবে ফোনটির দাম হবে ৮২১ টাকা।
আরও পড়ুন- Motorola 'Frontier'-এর লাইভ ছবি হয়েছে ফাঁস, এই ফোনে মিলতে পারে ২০০ এমপি ক্যামেরা
আরও পড়ুন- Poco X4 Pro 5G স্মার্টফোন দুর্দান্ত ফিচার নিয়ে লঞ্চ করতে চলেছে, জেনে নিন ফুল স্পেসিফিকেশন
আরও পড়ুন- জিও গ্রাহকদের জন্য দারুন খবর, মাসের দিন অনুযায়ী এবার থেকে মিলবে ভ্যালিডিটি