এসে গেল রিয়েলমি জিটি ৭ প্রো! প্রি-অর্ডার শুরু হয়ে গেছে, লঞ্চের আগেই এবার অফার

স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরে চালিত সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনগুলির মধ্যে একটি।

চাইনিজ ব্র্যান্ড রিয়েলমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন জিটি ৭ প্রো-এর প্রি-অর্ডার ভারতে শুরু হয়েছে। নভেম্বর ২৬-এর গ্লোবাল লঞ্চের আগেই ফোনটির বুকিং শুরু করেছে কোম্পানি। আকর্ষণীয় অফার সহ রিয়েলমি জিটি ৭ প্রো লঞ্চ করা হচ্ছে। 

নভেম্বর ১৮ তারিখ দুপুর ১২টা থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন এবং অন্যান্য অফলাইন বিক্রয় কেন্দ্রে রিয়েলমি জিটি ৭ প্রো প্রি-অর্ডার করা যাবে। ১০০০ টাকা দিয়ে অ্যামাজনে ফোনটি প্রি-অর্ডার করতে হবে। ৩০০০ টাকার ব্যাংক অফার, ১২ মাসের নো-কস্ট ইএমআই, এক বছরের স্ক্রিন ড্যামেজ ইন্সুরেন্স এবং এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি অ্যামাজনে পাওয়া যাবে। 

Latest Videos

স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরে চালিত সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনগুলির মধ্যে একটি হল রিয়েলমি জিটি ৭ প্রো। চীনে ৩৬৯৯ ইউয়ান (প্রায় ৪৪,০০০ ভারতীয় টাকা) থেকে শুরু হচ্ছে রিয়েলমি জিটি ৭ প্রো-এর দাম। ৪৭৯৯ ইউয়ান বা ৫৭,০০০ টাকা হল এর সর্বোচ্চ ভেরিয়েন্টের দাম। 

রিয়েলমি জিটি ৭ প্রো-এর ভারতীয় ভেরিয়েন্টের ফিচার এখনও প্রকাশিত হয়নি। তবে চীনা ভেরিয়েন্ট থেকে কিছুটা ধারণা পাওয়া যাচ্ছে। চীনের রিয়েলমি জিটি ৭ প্রো-তে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ৮টি এলটিপিও কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, ১ টিবি পর্যন্ত স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১৪, তিন বছরের ওএস আপডেট, ৪ বছরের সিকিউরিটি আপডেট, ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, ১২০ ওয়াটস ফাস্ট চার্জিং, ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা, ৫০ এমপি সনি আইএমএক্স৮৮২ ৩এক্স টেলিফটো লেন্স, ৮ এমপি আল্ট্রা-ওয়াইড লেন্স, ১৬ এমপি সেলফি ক্যামেরা ইত্যাদি ফিচার রয়েছে।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts