বিয়ের মরশুম প্রায় এসেই গেল।
আর এরই মাঝে দেখা দিয়েছে অন্য এক উপদ্রব। কেন? কারণ, অনেকেই বাড়িতে এসে নিমন্ত্রণ করে যাচ্ছেন। কিন্তু অনেকেই আবার পাঠিয়ে দিচ্ছেন ডিজিটাল আমন্ত্রণ পত্র। আর সেই ডিজিটাল কার্ডকেই এবার প্রতারণার হাতিয়ার বানিয়ে ফেলেছে স্ক্যামাররা। যার পোশাকি নাম ‘ওয়েডিং ইনভিটেশন স্ক্যাম’।
বিষয়টা বুঝতে গেলে আরেকটু গভীরে যেতে হবে। হিমাচল প্রদেশ পুলিশের আধিকারিকদের মতে, ‘ওয়েডিং ইনভিটেশন স্ক্যাম’-এর ক্ষেত্রে বিয়ের আমন্ত্রণপত্র এপিকে ফাইল আকারে পাঠাচ্ছে প্রতারকরা। এবার কোনও পরিচিতের বিয়ে মনে করে অসাবধানতাবশত অনেকেই সেই ফাইল ডাউনলোড করে ফেলছেন। আর তাতেই হয়ে যাচ্ছে বিপদ।
বিশেষজ্ঞেরা বলছেন, সেই ফাইলগুলির মাধ্যমে বিশেষ এক ধরনের ম্যালওয়্যার ভাইরাস ফোনে ইন্সটল হয়ে যাচ্ছে। মানে এপিকে ফাইল ডাউনলোড করার সঙ্গে সঙ্গে একটি অ্যাপ্লিকেশন গোপনে ডাউনলোড হয়ে যাচ্ছে ফোনের মধ্যে।
আর এরপরেই ফোনের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে চলে যাচ্ছে হ্যাকারদের হাতে। ফলে, গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত বেশ কিছু তথ্য হাতিয়ে নেওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে আবার হুমকি দিয়ে অর্থ আদায়েরও চেষ্টা করছে প্রতারকরা।
প্রতারণার শিকার হওয়া একজন ব্যক্তির পরিচিতদের থেকেও ফোন হ্যাক করে বিভিন্নভাবে টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, অজ্ঞাত কোনও নম্বর থেকে আসা বিয়ের আমন্ত্রণপত্রের ডিজিটাল ফাইল যাচাই না করে ডাউনলোড করার বিষয়ে সতর্ক থাকতে বলছেন সাইবার বিশেষজ্ঞরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।