শাওমির সাব-ব্র্যান্ড রেডমি সম্প্রতি এই ফোনের একটি টিজার প্রকাশ করেছে। টেলিকম টকসের রিপোর্ট অনুযায়ী, ফোনটি আগামী ৬ জানুয়ারি, ভারতে লঞ্চ হতে চলেছে। এটির দাম ২০,০০০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে হতে পারে। শাওমি ভারতীয় স্মার্টফোন বাজারে এমনিতেই একটি বিশেষ জায়গা তৈরি করে নিয়েছে। এবার তাদের বিখ্যাত রেডমি নোট সিরিজে নতুন হ্যান্ডসেটটি বাজারে আসছে।