Redmi Note 15 Pro: অপেক্ষার অবসান খুব শীঘ্রই! কবে লঞ্চ হচ্ছে রেডমি নোট ১৫ প্রো সিরিজ?

Published : Jan 19, 2026, 06:27 PM IST
Redmi Note 15 Pro: অপেক্ষার অবসান খুব শীঘ্রই! কবে লঞ্চ হচ্ছে রেডমি নোট ১৫ প্রো সিরিজ?

সংক্ষিপ্ত

Redmi Note 15 Pro:  চলতি ২০২৬ সালের জানুয়ারি মাসের শেষদিকে রেডমি নোট ১৫ প্রো সিরিজের স্মার্টফোনটি ভারতীয় বাজারে আসবে। 

Redmi Note 15 Pro: চিনা স্মার্টফোন নির্মাতা শাওমি সম্প্রতি ইউরোপ সহ কিছু বিশ্বের কিছু বাজারে তাদের রেডমি নোট ১৫ সিরিজ লঞ্চ করেছে (redmi note 15 pro 5g specs)। তবে রেডমি নোট ১৫ প্রো সিরিজ এখনও ভারতের বাজারে আসেনি। রেডমি নোট ১৫ প্রো সিরিজ কবে ভারতীয় বাজারে আসবে (redmi note 15 pro 5g launch date in india)? 

সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, চলতি ২০২৬ সালের জানুয়ারি মাসের শেষদিকে রেডমি নোট ১৫ প্রো সিরিজের স্মার্টফোনটি ভারতীয় বাজারে আসবে। একজন টিপস্টার এক্স-এ (X) দাবি করেছেন যে, রেডমি নোট ১৫ প্রো সিরিজ ভারতে ২৭ জানুয়ারি লঞ্চ হতে পারে। এই স্মার্টফোন সিরিজে রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো+ রয়েছে।

ফিচার কীরকম হতে পারে?

শাওমির আসন্ন রেডমি নোট ১৫ প্রো-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। বেস ভ্যারিয়েন্টে ৮ জিবি র‍্যাম থাকবে। এটিতে ৬.৮৩-ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং বেজেল কম হবে। ক্যামেরা বিভাগে, ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ এবং ৩০ এফপিএস-এ ৪কে ভিডিও রেকর্ডিংয়ের মতো বৈশিষ্ট্যগুলি সামনে এসেছে। 

৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৭০০০ এমএএইচ ব্যাটারিও আশা করা হচ্ছে। ৫জি সাপোর্টের সাথে রেডমি নোট ১৫ প্রো-এর দাম কত হবে তা স্পষ্ট নয়। রেডমি নোট ১৫ প্রো+ ফোনের দাম এখনও জানা যায়নি।

সম্প্রতি লঞ্চ হওয়া রেডমি নোট ১৫ ৫জি

সম্প্রতি রেডমি নোট ১৫ ৫জি স্মার্টফোনটি ভারতীয় বাজারে এসেছে। হ্যান্ডসেটটির প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ৬.৭৭-ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা ৩,২০০ নিটস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট, ইউএফএস ২.২ স্টোরেজ, ১০৮-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ৩০ এফপিএস-এ ৪কে রেকর্ডিং, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ২০-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫,৫২০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। 

রেডমি নোট ১৫-এর ৮ জিবি/১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা এবং ৮ জিবি/২৫৬ জিবি মডেলের দাম ২৪,৯৯৯ টাকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WhatsApp New Feature: ভিডিও কল নিয়ে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, না জানলেই মিস করবেন
এবার মেটা আনছে নতুন ফিচারস, ফেসবুকের মত হোয়াটসঅ্যাপেও হবে কভার ফটো