ভারতের পর্যটন রাজ্য গোয়াতে শিশুদের জন্য বন্ধ হয়ে যাবে সোশ্যাল মিডিয়া? তেমনই জল্পনা উস্কে দিয়েছেন সেই রাজ্যের প্রশাসনিক কর্তারা। অস্ট্রেলিয়ায় ১৬ বছর ও চিনে ১৮ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ। সেই পথেই হাঁটতে পারে গোয়া। 

এবার কি ভারতের পর্যটন রাজ্য গোয়াতে শিশুদের জন্য বন্ধ হয়ে যাবে সোশ্যাল মিডিয়া? তেমনই জল্পনা উস্কে দিয়েছেন সেই রাজ্যের প্রশাসনিক কর্তারা। চিনে ১৮ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ। তাদের ফোন দেখারও ওপরেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য পুরোপুরি বন্ধ সোশ্যাল মিডিয়া। এই দেশে সোশ্যাল মিডিয়া ব্যবহারের বয়স ১৮ বছর বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু ১৮ বছরের কম বয়সী অনেক ব্যবহারকারী রয়েছে। আর সেই কারণে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করার উদ্যোগ নিতে পারে গোয়া প্রসাসন।

মেটার মত টেক জায়েন্টদের জন্য ভারতে ১৮ বছরের কম বয়সী অনেক ব্যবহারকারী রয়েছে গুগল, ইউটিউব ও এক্সে। কিন্তু সোশ্যাল মিডিয়ার ওপর কোনও জাতীয় নিষেধাজ্ঞা নেই। কেন্দ্রীয় সরকার সেই পথে হাঁটবে - এমন কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত নেই।

গোয়ার তথ্য প্রযুক্তিমন্ত্রী রোহান খাউন্তে বলেছেন, গোয়া প্রশাসন অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রবেশাধিকার কীভাবে নিয়ন্ত্রণ করা যায় নিয়ে আলোচনা শুরু করেছে। অস্ট্রেলিয়ার আইন নিয়ে পর্যালোচনা করেছে। তিনি আরও বলেছেন, 'যদি সম্ভব হয় ১৬ বছরের কম বয়সী শিশুদের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করব'। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। আগামী দিনে এই বিষয়ে বিস্তারিত জানান হবে বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে ৫ কোটিরও বেশি জনসংখ্যার অন্ধ্রপ্রদেশ জানিয়েছে তারাও এজাতীয় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। যদিও অন্ধ্রের তুলনায় গোয়ার আয়তন অনেকটাই ছোট। গোয়ার জনসংখ্যা ১৫ লক্ষের কিছুটা বেশি।

ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রক এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি। অন্যদিকে সোশ্য়াল মিডিয়াগুলির তরফেও কিছু জানান হয়নি। তবে বিশ্বের একাধিক দেশই বর্তমানে সোশ্যাল মিডিয়া শিশুদের জন্য নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। এই তালিকায় রয়েছে ফ্রান্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। সংশ্লিষ্ট দেশগুলি অস্ট্রেলিয়ার আইনের ওপর পর্যবেক্ষণ করছে।