Samsung Galaxy Tab: স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ লাইট ৫জি, ফিচার জানলে এখনই কিনতে ছুটবেন

Published : Aug 10, 2025, 04:14 PM IST
samsung galaxy tab s9 fe

সংক্ষিপ্ত

Samsung Galaxy Tab: স্ক্রিনের চারপাশে বেজেল এবং একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে গ্যালাক্সি ট্যাব এস১০ লাইট ৫জিতে।

Samsung Galaxy Tab: স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ লাইট ৫জি খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। নতুন এই ট্যাবলেটটি গুগল প্লে কনসোল লিস্টিংয়ে ইতিমধ্যেই স্থান পেয়েছে। তার ফলে, ডিভাইসটির হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছে।

লিস্টিং থেকে একটি বিষয় নিশ্চিত যে, গ্যালাক্সি ট্যাব এস ১০ লাইট ৫জি-র মডেল নম্বর হবে SM-X406B। এটিতে থাকবে স্যামসাং এর নিজস্ব এক্সিনোস ১৩৮০ প্রসেসর এবং ৬ জিবি র‍্যাম। ট্যাবলেটটি চলবে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে এবং যার উপরে থাকবে স্যামসাং-এর কাস্টম ওয়ান UI ইন্টারফেস। ট্যাবটির ডিসপ্লের রেজোলিউশন হবে ১৩২০ x ২১১২ পিক্সেল এবং স্ক্রিন ডেনসিটি ২৪০ ডিপিআই।

দুর্দান্ত ফিচার নিয়ে হাজির স্যামসাং-এর নতুন ট্যাব

ট্যাবলেটটির ডিজাইন দেখে বোঝা যাচ্ছে যে, স্ক্রিনের চারপাশে বেজেল এবং লম্বা দিকে একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে। ভলিউম এবং পাওয়ার বাটন থাক ঠিক ডানদিকে। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ লাইট ৫জি, এস-পেন এবং এক্সটার্নাল কী-বোর্ডের মতো অ্যাক্সেসরিজগুলিকেও সাপোর্ট করবে।

রিপোর্ট অনুযায়ী, এই ট্যাবলেটটিতে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এছাড়াও মাইক্রো এসডি কার্ড স্লটের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুবিধা এমনিও রয়েছে। কোরাল রেড, গ্রে এবং সিলভার, মূলত এই তিনটি রঙের উপর ভিত্তি করেই এই ডিভাইসটি পাওয়া যাবে।এর আগের লাইট সিরিজের ট্যাবলেটগুলির তুলনায় কোরাল রেড একটি নতুন সংযোজন হতে চলেছে।

আর কী কী সুবিধা?

ট্যাবলেটটিতে ৪৫ ওয়াটের ফার্স্ট চার্জিং সুবিধাসহ ৮,০০০ mAh-এর একটি ব্যাটারি থাকবে। এই ব্যাটারিটি কাজ এবং বিনোদনের জন্য দীর্ঘসময় ব্যবহারের সুযোগ দেবে গ্রাহকদের। তাছাড়া ট্যাবলেটটির ক্যামেরা সম্পর্কে এখনও কোনওরকম তথ্য পাওয়া যায়নি। তবে রিপোর্ট বলছে, ট্যাব এস১০ লাইটের ৫জি এবং ওয়াই-ফাই ভার্সন দুটিই বাজারে আসবে। স্যামসাং এখনও ট্যাবলেটটির অফিসিয়াল লঞ্চের তারিখ ঘোষণা করেনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার