স্মার্টফোনের বাজারে স্যামসাং তিনটি নতুন বাজেট ফ্রেন্ডলি ফোন নিয়ে এলো। Galaxy A07, F07, এবং M07 4G লঞ্চ করেছে ভারতের বাজারে। এই তিনটি ফোনের ফিচার প্রায় একই। শুধু দাম এবং বিক্রির প্ল্যাটফর্ম আলাদা।
24
সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে স্যামসাং
এই ফোনগুলিতে রয়েছে 6.7-ইঞ্চি 90Hz ডিসপ্লে, Helio G99 প্রসেসর, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি। স্যামসাং ছয় বছরের OS এবং সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।