Samsung Laptops: এবার ভারতেই ল্যাপটপ তৈরি করবে স্যামসাং? চলে এল বিরাট আপডেট

Published : Aug 19, 2025, 12:18 AM IST
Samsung Laptops: এবার ভারতেই ল্যাপটপ তৈরি করবে স্যামসাং? চলে এল বিরাট আপডেট

সংক্ষিপ্ত

Samsung Laptops: বর্তমানে স্যামসাং এই প্ল্যান্টে ফিচার ফোন, স্মার্টফোন, ওয়্যারেবল এবং ট্যাবলেট ইত্যাদি তৈরি করে থাকে। 

Samsung Laptops: ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং ভারতে ল্যাপটপ তৈরি ক্রয়ার কাজ শুরু করেছে। কোম্পানি সূত্রে জানা গেছে, গ্রেটার নয়ডার প্ল্যান্টে ইতিমধ্যেই উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে স্যামসাং এই প্ল্যান্টে ফিচার ফোন, স্মার্টফোন, ওয়্যারেবলম এবং ট্যাবলেট ইত্যাদি তৈরি করে থাকে। উল্লেখ্য, দেশে আরও বেশি করে ইলেকট্রনিক্স ডিভাইস তৈরির পরিকল্পনা রয়েছে স্যামসাং-এর। 

ভারতে উৎপাদন বৃদ্ধি

প্রসঙ্গত, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্যামসাং সাউথ ওয়েস্ট এশিয়ার প্রেসিডেন্ট ও সিইও জেবি পার্ক এবং কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট এসপি চুনের সঙ্গে বৈঠক করেছিলেন। এরপরই মন্ত্রী জানিয়ে দেন, স্যামসাং তাদের অত্যাধুনিক প্রযুক্তির ডিভাইসগুলির উৎপাদন ভারতে বৃদ্ধি করতে পারবে বলেই জানা গেছে।

গত ১৯৯৬ সালে, ভারতে স্থাপিত প্রথম বিশ্বব্যাপী ইলেকট্রনিক্স উৎপাদন প্ল্যান্টগুলির মধ্যে একটি হল স্যামসাং এর। অন্যদিকে, চলতি বছরের শুরুতে স্যামসাং ইলেকট্রনিক্সের প্রেসিডেন্ট এবং মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের প্রধান টিএম রো জানিয়েছিলেন, ভারতে ল্যাপটপ তৈরির প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে।

বৃহত্তম মোবাইল ফোন উৎপাদন কেন্দ্র

বিশ্বব্যাপী, স্যামসাং-এর দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদন কেন্দ্রটি রয়েছে ভারতে। অ্যাপলের পরে, দেশ থেকে সবচেয়ে বেশি মোবাইল ফোন রপ্তানি করে থাকে স্যামসাং। কাউন্টারপয়েন্ট রিসার্চের রিপোর্ট অনুযায়ী, ভারতের স্মার্টফোন বাজারে মূল্য এবং সংখ্যার দিক দিয়ে স্যামসাং আছে দ্বিতীয় স্থানে। 

তবে ল্যাপটপের বাজারে স্যামসাং-এর তেমন সাফল্য নেই। সাইবার মিডিয়া রিসার্চের রিপোর্ট অনুযায়ী, ট্যাবলেট-পিসি বাজারে ১৫% দখল রয়েছে স্যামসাং-এর। এই মুহূর্তে তারা দ্বিতীয় স্থানে রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার