Snapchat Memories: স্ন্যাপচ্যাটে কি পুরনো ছবি-ভিডিও রাখেন? এবার কিন্তু গুনতে হবে টাকা

Published : Oct 05, 2025, 02:17 AM IST
Snapchat Memories: স্ন্যাপচ্যাটে কি পুরনো ছবি-ভিডিও রাখেন? এবার কিন্তু গুনতে হবে টাকা

সংক্ষিপ্ত

Snapchat Memories: স্ন্যাপচ্যাট ২০১৬ সালে, মেমোরিজ (Memories) ফিচার চালু করেছিল। যা ব্যবহারকারীদের পাঠানো স্ন্যাপের বিষয়বস্তুকে সেভ করে অ্যাপেই রাখার সুযোগ করে দিত। 

Snapchat Memories: ছবি এবং ভিডিও অ্যাপে স্টোর করে রাখার জন্য এবার থেকে ব্যবহারকারীদের থেকে টাকা নেওয়া শুরু করবে মেসেজিং প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাট (Snapchat)। তবে স্ন্যাপচ্যাটের এই সিদ্ধান্তের জেরে, ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে। বিশেষ করে যারা এই অ্যাপে প্রচুর পুরনো পোস্ট সংগ্রহ করে রেখেছেন। 

স্ন্যাপচ্যাট ২০১৬ সালে, মেমোরিজ (Memories) ফিচার চালু করেছিল। যা ব্যবহারকারীদের পাঠানো স্ন্যাপের বিষয়বস্তুকে সেভ করে অ্যাপেই রাখার সুযোগ করে দিত। কিন্তু বর্তমানে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে, যাদের কাছে পাঁচ গিগাবাইট (GB)-এর বেশি মেমোরিজ রয়েছে তাই তাদের এই পরিষেবা চালু রাখতে হলে টাকা দিতে হবে। এই স্টোরেজ প্ল্যানগুলির জন্য ব্যবহারকারীদের ঠিক কত টাকা দিতে হবে? সংস্থাটি জানিয়েছে, বিশ্বজুড়ে এটি ধাপে ধাপে কার্যকর করা হবে।

টাকা নিতে চলেছে স্ন্যাপচ্যাট

স্ন্যাপচ্যাট বলেছে, "বিনামূল্যে দেওয়া একটি পরিষেবা হটাৎ করে পেইড প্ল্যানে পরিবর্তন করার ফলে, গ্রাহকদের যে অসুবিধা হবে তা আমরা জানি। কিন্তু খরচ করা টাকার বিনিময়ে অ্যাপ ব্যবহারকারীরা যাতে সঠিক ফিচার পান, তা নিশ্চিত করা হবে। এই পরিবর্তনটি মেমোরিজ ফিচারকে সেরা করে তোলার জন্য আমাদের বিনিয়োগ চালিয়ে যেতে সাহায্য করবে।" 

তারা আরও জানিয়েছে যে, প্রায় এক দশক আগে চালু হওয়া মেমোরিজ ফিচার ব্যবহার করে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা এক ট্রিলিয়নেরও বেশি পোস্ট সেভ করেছেন। যে ব্যবহারকারীদের ৫জিবি-র বেশি সেভ করা মেমোরিজ আছে, তাদের এই পরিবর্তনের অধীনে ১০০ জিবি স্টোরেজ প্ল্যানে আপগ্রেড করতে হবে।

প্ল্যানগুলির জন্য কত টাকা লাগবে? 

স্ন্যাপচ্যাট+ এবং স্ন্যাপচ্যাট প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহারকারী গ্রাহকরা বর্ধিত স্টোরেজের সুবিধা পাবেন বলে জানা গেছে। যারা সেই সীমা অতিক্রম করে যাবেন, তাদের ১২ মাসের জন্য অস্থায়ী স্টোরেজ দেওয়া হবে এবং এই সময়ের মধ্যে ব্যবহারকারীরা সেভ করা বিষয়বস্তু তাদের ডিভাইসে ডাউনলোড করতে পারবেন বলে কোম্পানি জানিয়ে দিয়েছে। 

কোম্পানির প্রথম ১০০ জিবি স্টোরেজ প্ল্যানের জন্য প্রতি মাসে ১.৯৯ ডলার খরচ করতে হবে এবং স্ন্যাপচ্যাট+ সাবস্ক্রিপশনের জন্য ৩.৯৯ ডলার খরচ করে ২৫০ জিবি স্টোরেজ পাওয়া যাবে বলে জানিয়েছে স্ন্যাপচ্যাট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার