যারা নেটফ্লিক্সের নিয়মিত দর্শক বা যারা ভীষণভাবে নেটফ্লিক্স ব্যবহার করে থাকেন তাঁদের জন্য নেটফ্লিক্সের তরফে ঘোষণা করা হয়েছে যে, এবার থেকে কন্টিনিউ ওয়াচিং তালিকা থেকে কনটেন্ট মুছে ফেলার সুবিধা দেওয়া হচ্ছে ব্যবহারকারীদের। উল্লেখ্য, নেটফ্লিক্স একটি নতুন ব্লগ পোস্টের মাধ্যমে এই আপডেটের কথা ঘোষণা করেছে।
করোনাকালে ওটিটি প্ল্যাটফর্মের (OTT Platform) জনপ্রিয়তা একেবারে আকাশ ছুঁয়েছে। অতিমারি পরিস্থিতিতে ঘরে বসে মনোরঞ্জনের অন্যতম হাতিয়ার হল ওটিটি প্ল্যাটফর্ম। ভিন্নস্বাদের মুভি হোক বা ওয়েব সিরিজ দেখেই ঘরবন্দী জীবন কেটেছে অনেকেরই। আর বলা ভাল, ওটিটি প্ল্যাটফর্মগুলোর (OTT Platform) মধ্যে নেটফ্লিক্সের দর্শক (Netflix Users) সংখ্যা নেহাতই কিছু কম নয়। অনেক সময়ই বিভিন্ন দর্শক কোনও একটি মুভি বা ওয়েব সিরিজ দেখা শুরু করার পর সেটা আর ভাল লাগছে না। সেখান থেকে পুরো বেড়িয়ে যায় দর্শক। কিন্তু পরে যখন আবার নেটফ্লিক্স অ্যাপ (Netflix) চালু করে তখন তাঁর সামনে জ্বলজ্বল করে যে যে জিনিসগুলো সে আগে দেখেছে। এটা অনেক সময়ই অনেকের কাছে বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়ায়। তাই নেটফ্লিক্স ব্যবহারকারীদের (Netflix Users) কমফোর্ট জোনের বিষয়টা সামনে রেখে একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স (Netflix)। যারা নেটফ্লিক্সের নিয়মিত দর্শক বা যারা ভীষণভাবে নেটফ্লিক্স ব্যবহার করে থাকেন তাঁদের জন্য নেটফ্লিক্সের তরফে ঘোষণা করা হয়েছে যে, এবার থেকে কন্টিনিউ ওয়াচিং তালিকা (Continue Watching List) থেকে কনটেন্ট মুছে ফেলার সুবিধা (To Get Remove Option)দেওয়া হচ্ছে ব্যবহারকারীদের। উল্লেখ্য, নেটফ্লিক্স একটি নতুন ব্লগ পোস্টের মাধ্যমে এই আপডেটের কথা ঘোষণা করেছে।
আপনার সঙ্গে নিশ্চয় এমনটা হয়েছে যে, নেটফ্লিক্সে কোনও একটা সিরিজ বা সিনেমা দেখতে শুরু করেছেন কিন্তু খানিকক্ষণ দেখার পর সেটা আর ভাল লাগছে না। তখন স্বাভাবিকভাবে সেখান থেকে বেরিয়ে এসেছেন। কিন্তু ফের নেটফ্লিক্স অ্যাপ বা ওয়েবসাইট খুললেই কন্টিনিউ ওয়াচিং অপশনে সেই হাফ দেখা সিরিজ বা সিনেমার নামগুলো জ্বলজ্বল করতে থাকে। সেই সময় আপনার হয়তো মনে হয়েছে, ধূর...আবার এই নামটা চলে এল....বেকার তখন নষ্ট হল...এই ধরনের বিরক্তিকর ভাব হয়তো আপনার মত অনেকেরই আসে। সেই জন্যই নেটফ্লিক্স এবার এই সমস্যা সমাধানের পথ খুঁজেছে। আর কন্টিনিউ ওয়াচিং তালিকা থেকে কনটেন্ট মুছে ফেলার সুবিধা দিয়েছে ব্যবহারকারীদের।
কন্টেন্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম সমস্ত ডিভাইস জুড়ে তার অ্যাপগুলিতে একটি আপডেট আনতে শুরু করেছে যার নয়া সংস্করণটি হল কন্টিনিউ ওয়াচিং তালিকা পরিষ্কার করার সুযোগ। এবার জেনে নেওয়া যাক কীভাবে কন্টিনিউ ওয়াচিং তালিকা পরিষ্কারের কাজটি করা যাবে। যে শো বা সিনেমা বা সিরিজ আপনি আর দেখতে চান না, কন্টিনিউ ওয়াচিং-এর তালিকায় সেই নির্দিষ্ট শো বা সিনেমা বা সিরিজে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে রিমুভ ফ্রম কন্টিনিউ ওয়াচিং অপশনে ক্লিক করলেই সেই নির্দিষ্ট কন্টেন্ট আপনার তালিকা থেকে একেবারে মুছে যাবে। আবার ব্যাক অ্যারো-এর সাহায্যে সেই কন্টেন্ট ফিরিয়ে আনারও সুযোগ রয়েছে।