Google Drive: গুগল ড্রাইভে ১৫ জিবি জায়গা শেষ? জানুন সাবস্ক্রিপশন ছাড়াই জায়গা বাঁচানোর কৌশল

Published : Jul 10, 2025, 11:07 PM ISTUpdated : Jul 10, 2025, 11:09 PM IST
gmail google drive

সংক্ষিপ্ত

Google Drive Space: গুগল অ্যাকাউন্টের স্টোরেজ ভর্তি? আর গ্যাঁটের কড়ি খরচ করতে হবে না। এই প্রতিবেদনে রইল কিছু সহজ কৌশল। এই কৌশলগুলি কাজে লাগালে গুগল স্টোরেজ নিয়ে আর সমস্যা হবে না।

Google Drive Space Issues: স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ট্যাব, সব ডিভাইসে মেমোরি বাঁচাতে অনেকেই নির্ভর করেন Google Drive-এর উপর। গুগলের দেওয়া ১৫ জিবি বিনামূল্য স্টোরেজ যদিও প্রথমদিকে যথেষ্ট মনে হলেও, ডিজিটাল দুনিয়ায় এই স্টোরেজও এখন কম পড়ে যায়। ছবির ব্যাকআপ, চ্যাট, ইমেল ও ভিডিও জমতে জমতে জায়গা ফুরিয়ে আসে। তখন অনেকে বাধ্য হয়েই Google One সাবস্ক্রিপশন কিংবা এক্সটারনাল স্টোরেজ কেনেন। এই প্রতিবেদনে এমন কয়েকটি কৌশলের কথা বলব, যা বিনা অতিরিক্ত খরচে আপনাকে আরও বেশি জায়গা করে দিতে পারবে।

গুগল ড্রাইভে জায়গা বাঁচানোর কৌশল

বড় ফাইল বেছে বেছে মুছে ফেলুন

একাধিক ছোট ফাইল না মুছে সবচেয়ে বড় ফাইলগুলি (ভিডিও, অডিও, পিডিএফ) সবার আগে বাছুন ও ডিলিট করুন। তবে মনে রাখবেন, ফাইল মুছে ফেলার পর ট্র্যাশ ফোল্ডার থেকেও সেগুলো ডিলিট করতে হবে না হলে জায়গা ফাঁকা হবে না।

জিমেল ক্লিনআপ

ইমেল অ্যাকাউন্টেও বহু মেগাবাইট জায়গা দখল করে নেয় বড় সাইজের ইমেল ও অ্যাটাচমেন্ট। জিমেল সার্চ বারে গিয়ে টাইপ করুন attachment larger:10MB। এরপর যেসব মেইল আর প্রয়োজন নেই, সেগুলো মুছে ফেলুন। মনে রাখবেন, জিমেলের ট্র্যাশ ফোল্ডারও পরিষ্কার করতে হবে।

স্প্যাম ফোল্ডার নিয়মিত খালি করুন

স্প্যাম ফোল্ডার অনেক সময় অপ্রয়োজনীয় ও বড় সাইজের ইমেলে ভর্তি থাকে। এগুলি নিয়মিত পরিষ্কার না করলে অকারণেই স্টোরেজ দখল করে রাখে। সপ্তাহে অন্তত একবার ‘Spam’ ফোল্ডারে গিয়ে সব ডিলিট করে দিন।

গুগল ফোটো অপ্টিমাইজ করুন

গুগলের ১৫ জিবি জায়গার মধ্যে ছবি স্টোর করা হলে, তা ‘গুগল ফোটো’তে জমা থাকে। জায়গা কমে এলে ‘ডুপ্লিকেট’, পুরোনো অপ্রয়োজনীয় ছবিগুলি মুছে দেওয়া উচিত। এ ছাড়াও সেটিংস থেকে ছবি বা ভিডিয়োর সাইজ় সঙ্কোচন করতে পারবেন। যেমন, ছবি সর্বাপেক্ষা ১৬ এমবিতে জমা থাকবে। ভিডিয়োর রেজ়োলিউশন থাকবে ১০৮০ পিক্সেল। এতে ড্রাইভে জায়গা বাঁচবে।

বড় ব্যাকআপ ফাইল স্থানান্তর করুন

যেসব ফাইল Cloud-এ না থাকলেও চলে, সেগুলো এক্সটারনাল হার্ড ড্রাইভ বা পেনড্রাইভে ব্যাকআপ নিয়ে নিন। এরপর সেগুলি গুগল ড্রাইভ থেকে মুছে ফেলুন। স্টোরেজ অনেকটাই হালকা হয়ে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার