আরও সহজ হবে টাকা পাঠানো, ভারতের ইপিআই-এর সঙ্গে আজই সংযুক্ত হচ্ছে সিঙ্গাপুরের পে নাও

আজ সকাল ১১টার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নতুন ব্যবস্থার উদ্বোধন হবে। ভার্চুয়ালি উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী, জনাব লি সিয়েন লুং।

ভারতের সঙ্গে জুড়ছে সিঙ্গাপুর। আজই দুই দেশের রিয়েল টাইম পেমেন্ট সিস্টেমের সংযুক্তিকরণ। ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) এবং সিঙ্গাপুরের পে নাও-এর মধ্যে আন্তঃসীমান্ত সংযোগের সূচনা হতে চলেছে। আজ সকাল ১১টার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নতুন ব্যবস্থার উদ্বোধন হবে। ভার্চুয়ালি উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী, জনাব লি সিয়েন লুং। উদ্বোধন করবেন শ্রী শক্তিকান্ত দাস, গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই), এবং শ্রী রবি মেনন, ব্যবস্থাপনা পরিচালক, মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুর (এমএএস)৷

ইতিমধ্যেই ফিনটেক উদ্ভাবনের জন্য ভারত দ্রুত বর্ধনশীল ইকোসিস্টেমের মধ্যে একটি হিসেবে আবির্ভূত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে ভারতে শ্রেণীর ডিজিটাল পেমেন্ট পরিকাঠামোর বিশ্বায়নকে চালিত করতে অনেকটাই সক্ষম হয়েছে। তবে ইউপিআই-এর সুবিধাগুলি শুধুমাত্র ভারতে সীমাবদ্ধ নয়, অন্যান্য দেশগুলিও যাতে এর থেকে উপকৃত হয় সেদিকেও জোর দিচ্ছে ভারত সরকার। সেই উদ্দেশ্যেই আজ সিঙ্গাপুরের সঙ্গে এই যোগ স্থাপন করছে ভারত। বলা বাহুল্য যে এই যোগসূত্র স্থাপনের মাধ্যমে সিঙ্গাপুর ভারত সম্পর্ক আরও মজবুত হবে। অর্থনৈতিক দিক দিয়ে তো বটেই উপরোন্তু এই পদক্ষেপ দুই দেশের রাজনৈতিক সম্পর্ককেও মজবুত করবে।

Latest Videos

এই দুটি পেমেন্ট সিস্টেমের সংযোগ উভয় দেশের বাসিন্দাদের আন্তঃসীমান্ত রেমিট্যান্স দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে স্থানান্তর করতে সক্ষম করবে। এটি সিঙ্গাপুরে ভারতীয় প্রবাসীদের, বিশেষ করে অভিবাসী শ্রমিক এবং ছাত্রদের তাৎক্ষণিক এবং কম খরচে সিঙ্গাপুর থেকে ভারতে অর্থ স্থানান্তরের ও এর বিপরীতে সাহায্য করবে।

আরও পড়ুন - 

টুইটারের পর ব্লু ব্যাজ পাওয়া যাবে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, কত টাকায় মিলবে বাড়তি সুরক্ষা?

‘মিসাইল ম্যান’ এপিজে আব্দুল কালামকে স্মরণ করে মহাকাশে পাড়ি দিল স্কুল-পড়ুয়াদের তৈরি উপগ্রহ, তামিলনাড়ুতে বিরল প্রতিভার বিকাশ

প্রধানমন্ত্রী মোদীর জনসভার অনুমতি নেই, মেঘালয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করাল বিজেপি

Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি