৬টি ক্যামেরা সঙ্গে দুর্দান্ত ফিচার, ১৫ মে বিক্রি শুরু ভিভো ভিনাইটিন স্মার্টফোনের

  • ১৫ মে থেকে বিক্রি শুরু হবে ভিভো ভিনাইটিন স্মার্টফোন
  • স্টাইলিশ লুক-সহ প্রকাশিত হয়েছে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন
  • মার্চ মাসেই ভারতে লঞ্চ হয়েছিল ভিভো ভি১৯ স্মার্টফোন
  • করোনা মহামারির জেরে পিছিয়ে যায় বিক্রির তারিখ
     

আবারও বাজারে আসতে চলেছে মোবাইলের নতুন সংযোজন। মোবাইলের প্রতিযোগীতায় বেশ জনপ্রিয় স্মার্টফোনের এই কোম্পানি। এই সংস্থার একের পর এক স্মার্টফোন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে গ্রাহকদের মধ্যে। স্টাইলিশ লুক-সহ উন্নতমানের ফিচার এই ফোন জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ। মার্চ মাসেই ভারতে লঞ্চ হয়েছিল ভিভো ভি১৯ স্মার্টফোন। তবে করোনা মহামারির জেরে পিছিয়ে যায় বিক্রির তারিখ। ১৫ মে বিক্রি শুরু হল ভিভো ভি১৯ স্মার্টফোনের। ইতিমধ্যেই গ্লোবাল ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। জেনে নেওয়া যাক ভিভো ভি১৯ স্মার্টফোন কী কী ফিচার রয়েছে।

ভিভো ভিনাইটিন স্মার্টফোনের সবচেয়ে এর ক্যামেরা। এই ফোনে রয়েছে ৬টি ক্যামেরার সুবিধা। সেলফি ক্যামেরার জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেল এইচডিআর ক্যামেরা সেন্সর। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে ১) ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ২) ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ৩) ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ৪) ২ মেগাপিক্সেল-এর ডেপথ সেন্সর-সহ এলইডি ফ্ল্যাস, এইচডি ও প্যানোরোমার সুবিধা। একই সঙ্গে ভিভো ভিনাইটিন স্মার্টফোনে থাকছে ফাস্ট চার্জ সাপোর্টের সঙ্গে নন রিমুভেবল ৪৫০০ এমএএইচের ব্যাটারি। ফোনের স্ক্রীনের নীচের দিকে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর-এর সুবিধা।  দেখে নিন বিস্তারিত-

Latest Videos

https://www.vivo.com/in/products/v19?utm_source=Google&utm_medium=CPC&utm_campaign=V19&utm_term=Brand&gclid=EAIaIQobChMIn8qtiYmu6QIVgquWCh05EQETEAAYASAAEgKFLPD_BwE

ভিভো ভিনাইটিন স্মার্টফোনে থাকছে ৮ জিবি ব়্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, ৮ জিবি ব়্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ক্যাপাসিটি। এর সঙ্গে থাকছে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডিআর  পাঞ্চ হোল ডিসপ্লে। সেই সঙ্গে রয়েছে আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন-সহ ১৬এম কালার। অপারেটিং সিস্টেম হিসাবে ভিভো ভিনাইটিন স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অ্যানন্ড্রয়েড ১০ অক্টাকোর প্রসেসর। এই ফোন পাওয়া যাচ্ছে ময়েস্টিক সিলভার, স্লিক সিলভার, পিয়ানো ব্ল্যাক ও গ্লিয়াম ব্ল্যাক ভেরিয়েশনে। ফোনটির ৮ জিবি ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৭,৯৯০ টাকা। এবং ৮ জিবি ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩১,৯৯০ টাকা।

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল