বাজারে আসছে Vivo 50, ৫০ এমপি সেলফি ক্যামেরা এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি?

Published : Feb 17, 2025, 06:48 PM IST
বাজারে আসছে Vivo 50, ৫০ এমপি সেলফি ক্যামেরা এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি?

সংক্ষিপ্ত

সর্বশেষ স্মার্টফোন ভিভো ভি৫০ ভারতে লঞ্চ। 

ভিভোর নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন ভিভো ভি৫০ (Vivo V50) ভারতে লঞ্চ হয়েছে। স্ন্যাপড্রাগন ৭ জেনারেশন ৩ চিপসেট সহ এই ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ফোনের পিছনে এবং সামনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এই সেগমেন্টের সবচেয়ে স্লিম স্মার্টফোন (৭.৩৯মিমি) হল ভিভো ভি৫০। এই ফোনে অনেক এআই ফিচারও রয়েছে। 

ভিভো ভি৫০ স্পেসিফিকেশন এবং ফিচার

১,০৮০ x ২,৩৯২ পিক্সেল সহ ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি+ কোয়াড-কারভড অ্যামোলেড ডিস্প্লে রয়েছে ভিভো ভি৫০-তে। ১২০Hz রিফ্রেশ রেট এবং ৪,৫০০ nits পিক ব্রাইটনেস। ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ এই ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটচওএস ১৫ দ্বারা। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ এমপি (f/1.88) প্রাইমারি ক্যামেরা, ৫০ এমপি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা (f/2.0) রয়েছে পিছনে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য ৫০ মেগাপিক্সেল ক্যামেরা (f/2.0) রয়েছে সামনে। ভিভোর অরা লাইট ফিচার সহ এই ফোনে ইরেজ ২.০, লাইট পোর্ট্রেট ২.০ এর মত এআই ভিত্তিক ফটো এডিটিং টুল এবং সার্কেল টু সার্চ, ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, লাইভ কল ট্রান্সলেশন এর মত সুবিধা রয়েছে। 

ভিভো ভি৫০-তে ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। সুরক্ষার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কানেক্টিভিটি সুবিধার জন্য ডুয়েল ৫জি, ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪, জিপিএস, ওটিজি, ইউএসবি ৩.২ টাইপ-সি পোর্ট রয়েছে। আইপি৬৮, আইপি৬৯ রেটিং সুরক্ষাও রয়েছে এই ফোনে। 

ভিভো ভি৫০ ভ্যারিয়েন্ট এবং দাম

ভিভো ভি৫০-এর ভারতে দাম শুরু হচ্ছে ৩৪,৯৯৯ টাকা থেকে। এই দামটি ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের। ৮ জিবি + ২৫৬ জিবি এবং ১২ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা এবং ৪০,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট, অ্যামাজন, ভিভো ইন্ডিয়া ই-স্টোর থেকে ২৫ ফেব্রুয়ারি থেকে ভিভো ভি৫০ কেনা যাবে। ভিভো ভি৫০-এর প্রি-বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। রোজ রেড, স্টারি ব্লু, এবং টাইটানিয়াম গ্রে - এই তিনটি রঙে ভিভো ভি৫০ উপলব্ধ। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার