ভোডাফোন আইডিয়া ভারতে সেরা 4G নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা? সামনে এল রিপোর্ট

Published : Dec 07, 2024, 07:25 PM IST
ভোডাফোন আইডিয়া ভারতে সেরা 4G নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা? সামনে এল রিপোর্ট

সংক্ষিপ্ত

জিও বা এয়ারটেল নয়; ৪জি পরিষেবার অভিজ্ঞতায় রাজত্ব করছে ভোডাফোন আইডিয়া, জানালো ওপেনসিগন্যাল।

দেশে সেরা ৪জি অভিজ্ঞতা দিচ্ছে ভোডাফোন আইডিয়া (ভিআই), এমনটাই জানা গেছে ওপেনসিগন্যালের এক সমীক্ষা প্রতিবেদনে। নভেম্বরে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। টেলিকম ইনফোর খবরে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুন থেকে ২৯ আগস্ট পর্যন্ত ৯০ দিনের ৪জি নেটওয়ার্ক পরিষেবা পরীক্ষা করে ওপেনসিগন্যাল এই প্রতিবেদন তৈরি করেছে। 

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর হল ভোডাফোন আইডিয়া। তবে গ্রাহক সংখ্যায় এগিয়ে থাকা রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলকে পেছনে ফেলে ৪জি গতিতে ভিআই লাভ করেছে। ৪জি ডাউনলোড স্পিড, ৪জি আপলোড স্পিড, ৪জি ভিডিও অভিজ্ঞতা, ৪জি লাইভ ভিডিও অভিজ্ঞতা, ৪জি গেম অভিজ্ঞতা, ৪জি ভয়েস অ্যাপ অভিজ্ঞতা - এই ছয়টি মানদণ্ডে ভোডাফোন আইডিয়া শীর্ষে রয়েছে বলে জানিয়েছে ওপেনসিগন্যাল। ৪জি পরিষেবা অভিজ্ঞতায় জাতীয় স্তরে এবং ২১টি টেলিকম সার্কেলে ভিআই শীর্ষস্থান দখল করেছে। 

দেশের সেরা গড় ৪জি ডাউনলোড গতি (১৭.৪ এমবিপিএস) ভোডাফোন আইডিয়ার। এটি এয়ারটেলের চেয়ে ৮ শতাংশ এবং জিওর চেয়ে ২২ শতাংশ বেশি। ৪জি আপলোড গতিতেও ভিআই এগিয়ে। ১৩টি সার্কেলে আপলোডিং এবং ডাউনলোডিং-এ ভিআই শীর্ষে। ৪জিতে অন-ডিমান্ড, লাইভ স্ট্রিমিং, মাল্টিপ্লেয়ার গেমিং, ওটিটি ভয়েস সার্ভিসেও ভিআই এগিয়ে রয়েছে বলে ওপেনসিগন্যালের প্রতিবেদনে বলা হয়েছে। অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিংয়ে ১৭টি টেলিকম সার্কেলে ভোডাফোন আইডিয়া উন্নতি করেছে। 

বর্তমানে ৪জি নেটওয়ার্ক স্থাপনায় মনোযোগী ভোডাফোন আইডিয়া। অন্যদিকে, ৪জি থেকে ৫জিতে বেশি বিনিয়োগ করছে জিও এবং এয়ারটেল। আর্থিক সংকটের কারণে ভিআই এখনও ৫জি চালু করেনি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Top 5 Smartphones: ২০২৫ সালের সেরা ৫টি স্মার্টফোন কোনগুলি? রইল পুরো তালিকা
Samsung Galaxy A57: বড় চমক স্যামসাং-এর, বাজারে আসছে গ্যালাক্সি এ৫৭ ৫জি