WhatsApp Logout Feature: WhatsApp: এবার নিজের হোয়াটসঅ্যাপ লগ আউট করতে পারবেন সহজেই

Published : Jun 08, 2025, 02:10 PM IST

WhatsApp-এ গোপনীয়তার অভাব বোধ করছেন? অন্য কারও কাছে ফোন দিতে ভয় পাচ্ছেন WhatsApp বার্তা দেখে ফেলবে বলে? চিন্তার কিছু নেই। Facebook, Instagram-এর মতো WhatsApp-এও এবার লগ আউট করার সুবিধা আসছে। এই নতুন ফিচার সম্পর্কে আরও জানুন।

PREV
15
WhatsApp-এ নতুন ফিচার

বর্তমানে ৯৮ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী WhatsApp ব্যবহার করেন। ব্যক্তিগত ছবি, ভিডিও WhatsApp-এ শেয়ার করেন। এটি আপডেট হওয়ার পর অফিসের কাজও WhatsApp-এর মাধ্যমে করেন অনেকে। তাই ব্যবহারকারীদের সুবিধার্থে WhatsApp-এর মূল কোম্পানি Meta নিয়মিত নতুন ফিচার নিয়ে আসে। সম্প্রতি WhatsApp-এ “লগ আউট” নামে একটি নতুন ফিচার আসছে বলে খবর ছড়িয়েছে।

25
Instagram, X, Facebook-এ লগ আউট আছে

Instagram, Facebook, Twitter-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা চাইলে লগ আউট করতে পারেন। কিন্তু এখনও WhatsApp-এ এই সুবিধা নেই। বার্তা আসার বিজ্ঞপ্তি বিরক্তিকর হলে আপনাকে সাময়িকভাবে মোবাইল ডেটা বা Wi-Fi বন্ধ করতে হবে। অথবা স্থায়ীভাবে বিজ্ঞপ্তি বন্ধ করে রাখতে হবে। কিন্তু Instagram, Facebook, Twitter-এ লগ আউট করা যায়। তখন কোনও বিজ্ঞপ্তি আসে না। আবার লগ ইন করলে সব দেখা যায়।

35
লগ আউট ফিচার আনতে প্রস্তুত Meta

এই সমস্যা দূর করতে WhatsApp-এ লগ আউট ফিচার আনতে প্রস্তুত Meta। এই ফিচারের মাধ্যমে আপনি যে ডিভাইসে WhatsApp ব্যবহার করছেন তা ডিঅ্যাক্টিভেট না করেই সাময়িকভাবে WhatsApp লগ আউট করতে পারবেন।

যারা বিভিন্ন ফোনে WhatsApp ব্যবহার করেন তাদের জন্য এই ফিচারটি বেশ উপকারী। অন্য কাউকে ফোন দিতে হলে WhatsApp লগ আউট করে দিতে পারবেন। তখন তারা আপনার WhatsApp বার্তা দেখতে পারবে না।

45
গোপনীয়তার জন্য লগ আউট গুরুত্বপূর্ণ

অন্য কাউকে ফোন দিলে তারা যাতে আপনার ব্যক্তিগত বার্তা না দেখতে পায় সেজন্য লগ আউট ফিচার জরুরি। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকা এই লগ আউট ফিচার ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় WhatsApp-এও আসছে। এছাড়া আপনি কোন কোন ডিভাইসে WhatsApp লগ ইন করেছেন তাও এই ফিচারের মাধ্যমে জানতে পারবেন।

55
কবে আসছে লগ আউট ফিচার?

বর্তমানে এই ফিচারটি বিটা ভার্সনে পরীক্ষামূলক পর্যায়ে আছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি ২০২৫ সালের মাঝামাঝি বা শেষের দিকে আসতে পারে বলে জানা গেছে। WhatsApp এখনও আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করেনি।

এই ফিচার চালু হলে WhatsApp ব্যবহারকারীরা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপের মতোই পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন।

Read more Photos on
click me!

Recommended Stories