WhatsApp-এ লগ আউট: গোপন বার্তা এবার আরও সুরক্ষিত করতে পারবেন আপনিও
WhatsApp-এ গোপনীয়তার অভাব বোধ করছেন? আপনার ফোন কারও হাতে দিতে ভয় পাচ্ছেন WhatsApp বার্তা দেখে ফেলবে বলে? চিন্তার কিছু নেই। Facebook, Instagram-এর মতো WhatsApp-এও এবার লগ আউট অপশন আসছে। এই নতুন ফিচার সম্পর্কে আরও জানুন।

WhatsApp-এ নতুন ফিচার
বর্তমানে ৯৮ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী WhatsApp ব্যবহার করেন। ব্যক্তিগত ছবি, ভিডিও WhatsApp-এ শেয়ার করেন। অফিসের কাজও অনেকে WhatsApp-এর মাধ্যমেই করেন। ব্যবহারকারীদের সুবিধার্থে WhatsApp-এর মূল সংস্থা Meta নিয়মিত নতুন ফিচার নিয়ে আসে। সম্প্রতি WhatsApp-এ “লগ আউট” নামে একটি নতুন ফিচার আসছে বলে জানা গেছে।
Instagram, X, Facebook-এ লগ আউট আছে
Instagram, Facebook, Twitter-এ ব্যবহারকারীরা ইচ্ছা করলে লগ আউট করতে পারেন। কিন্তু এখনও WhatsApp-এ এই সুবিধা নেই। বার্তা আসার নোটিফিকেশন বিরক্তিকর হলে আপনাকে সাময়িকভাবে মোবাইল ডেটা অথবা Wi-Fi বন্ধ করতে হয়। অথবা স্থায়ীভাবে নোটিফিকেশন বন্ধ করে রাখতে হয়।
লগ আউট ফিচার আনতে Meta প্রস্তুত
WhatsApp-এ লগ আউট ফিচার আনতে Meta প্রস্তুত। এই ফিচারের মাধ্যমে আপনি যে ডিভাইসে WhatsApp ব্যবহার করছেন তা ডিঅ্যাক্টিভেট না করে সাময়িকভাবে লগ আউট করতে পারবেন। অন্য কাউকে ফোন দিতে হলে WhatsApp লগ আউট করে দিতে পারবেন।
গোপনীয়তার জন্য লগ আউট জরুরি
অন্য কাউকে ফোন দিলে যাতে তারা আপনার ব্যক্তিগত বার্তা দেখতে না পায়, সেজন্য লগ আউট ফিচার জরুরি। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় WhatsApp-এও এই ফিচার আসছে।
লগ আউট ফিচার কবে আসছে?
বর্তমানে এই ফিচারটি বিটা ভার্সনে পরীক্ষামূলক পর্যায়ে আছে। ২০২৫ সালের মাঝামাঝি অথবা শেষের দিকে আসতে পারে। WhatsApp এখনও তারিখ ঘোষণা করেনি।