এমবি ফাইলের গণ্ডি পেরিয়ে এবার জিবি ফাইল শেয়ারের নয়া সুবিধা হোয়াটসঅ্যাপের

যে কোনও ধরনের বড় ফাইল এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করা সম্ভব| হ্যাঁ, এমবি ফাইল নয়, পাঠানো যাবে জিবি ফাইলও|

Web Desk - ANB | Published : Mar 29, 2022 8:42 AM IST / Updated: Mar 29 2022, 02:13 PM IST

সোশ্যাল মিডিয়ায় নানারকম সুযোগ সুবিধা থাকলেও বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে| জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি থেকে শুরু করে প্রয়োজনীয় ডকুমেন্টস সকলের সঙ্গে শেয়ার করার একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে হোয়াটসঅ্যাপ| কিন্তু এই অ্যাপের মাধ্যমে কেবলমাত্র নির্দিষ্ট সাইজেরই ফাইল পাঠানো সম্ভব| তবে এখন সে সব অতীত| যে কোনও ধরনের বড় ফাইল এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করা সম্ভব| হ্যাঁ, এমবি ফাইল নয়, পাঠানো যাবে জিবি ফাইলও|

টেক দুনিয়ায় কান পাতলে জানা যাচ্ছে,  ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ এই বিষয়ে কাজ শুরু করছে। নির্দিষ্ট কিছু বেটা টেস্টারদের জন্য নতুন ফিচার চালু করেছে ডেভলপাররা। তবে প্রাথমিকভাবে এই সুবিধা চালু হয়েছে আর্জেন্টিনায়| ২ গিগাবাইট পর্যন্ত ফাইল শেয়ারের বিশেষ সুবিধা প্রদান করছে হোয়াটসঅ্যাপ| ধীরে ধীরে অন্যান্য দেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদেরও ব্যবহারকারীদের জন্যও এই ফিচার চালু করার পরিকল্পনা রয়েছে| উল্লেখ্য, এই  গোটা বিষয়টি সম্প্রতি টুইট করে জানিয়েছে WaBetaInfo |

আরও পড়ুন- ভুল করেও হোয়াটসঅ্যাপে এই কাজগুলি করবেন না, জায়গা হতে পারে শ্রীঘরে

প্রসঙ্গত, জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপে  বর্তমানে ১০০ এমবি পর্যন্ত ফাইল শেয়ার করার সুবিধা উপভোগ করা যায়। একইভাবে জিমেইল -এ ২৫ এমবি এর বেশি বড় ফাইল পাঠানো যায় না। তবে, গুগল ড্রাইভের মাধ্যমে বড় সাইজের ফাইল শেয়ার করার সুবিধা পাওয়া যায়|  এবার যদি ধীরে ধীরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বড় সাইজের ফাইল পাঠানোর সুবিধা পাওয়া যায় তাহলে সকল হোয়াটসঅ্যাপ ইউজাররাই বিশেষভাবে উপকৃত হবেন।

আরও পড়ুন- এখনই পাল্টে ফেলুন 'WhatsApp'সেটিং, যে কোন মুহূর্তে হ্যাক হতে পারে আপনার ব্যক্তিগত গোপন তথ্য

Share this article
click me!