Pornography- মোবাইলে 'পর্নোগ্রাফি'-দেখতে আসক্ত, এই কুঅভ্যাসই ফেলতে পারে মারাত্মক সমস্যায়

 ঘরবন্দি অবস্থায় নেটমাধ্যমে সময় কাটানোর জন্য পর্নোগ্রাফিতে আসক্তি বাড়ছে জেনওয়াইদের। বিশেষত স্মার্টফোন হাতে পেলেই পর্নোগ্রাফিতে দেখতে বসছেন ছোট থেকে বড়রা। তবে স্মার্টফোনে পর্নোগ্রাফি দেখলে কী কী বিপদ হতে পারে, জানলে আজই বন্ধ করবেন এই অভ্যাস। স্মার্চফোনে পর্নোগ্রাফি দেখলে আপনার ব্যক্তিগত তথ্য অনায়াসেই হ্যাকারদের কাছে চলে যেকে পারে। এছাড়াও ম্যালওয়ার এর কারণেও ফোনে নানা সমস্যার সৃষ্টি হতে পারে।

করোনার অতিমারিতে হু হু করে বেড়েছে নীল ছবি দেখার হার। পরিসংখ্যান বলছে গত বছর থেকে একলাফে বেড়েছে পর্নোগ্রাফি (Pornography )  দেখার প্রবণতা। মহাসঙ্কটে ঘরবন্দি অবস্থায় নেটমাধ্যমে সময় কাটানোর জন্য পর্নোগ্রাফিতে আসক্তি বাড়ছে জেনওয়াইদের। বিশেষত স্মার্টফোন হাতে পেলেই পর্নোগ্রাফিতে দেখতে বসছেন ছোট থেকে বড়রা। তবে স্মার্টফোনে পর্নোগ্রাফি দেখলে কী কী বিপদ হতে পারে, জানলে আজই বন্ধ করবেন এই অভ্যাস। (SmartPhone) স্মার্টফোনে পর্নোগ্রাফি (Pornography ) দেখলে আপনার ব্যক্তিগত তথ্য অনায়াসেই হ্যাকারদের কাছে চলে যেকে পারে। এছাড়াও ম্যালওয়ার এর কারণেও ফোনে নানা সমস্যার সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-Happy Diwali Wish - দীপাবলির সেরা ১৫টা শুভেচ্ছা যা আপনাকে প্রিয়জনকে পাঠাতে উৎসাহ দেবে

Latest Videos

আরও পড়ুন-Big Bumper - কীভাবে 'Double' হবে আপনার টাকা, ইনভেস্ট করুন এই সরকারি স্কিমে

আরও পড়ুন-Diwali 2021 - রঙ্গোলি হোক কিংবা মাটির প্রদীপ, দিওয়ালিতে কীভাবে সাজাবেন অন্দরমহল, রইল টিপস

 

চাইল্ড পর্নোগ্রাফি

পর্নোগ্রাফি তো দেখছেন কিন্তু জানেন কি অনলাইনে শিশু পর্নোগ্রাফি দেখা কতটা বিপজ্জনক হতে পারে। কারণ, হ্যাকররা খুব সহজেই এ সমস্ত পর্নোগ্রাফি দর্শকদের মোবাইল স্টোরেজ বা তথ্য কাজে লাগাতে পারে অপরাধ মূলক কাজে। এমনকী শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে জেলও হতে পারে।

 অনলাইন হ্যাকিং

 অনলাইনে এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা নিয়মিত গ্রাহকদের ইন্টারনেট সার্ফিং-এর হিস্ট্রিতে নজর রাখে। এই প্রতিষ্ঠানগুলি সর্বদাই  জানার চেষ্টা করে আপনি কী ধরণের বিজ্ঞাপন, বিষয়, ভিডিও বা ছবি দেখতে পছন্দ করেন। বেশিরভাগ মানুষই নিজের স্মার্টফোনে ফোন ব্যাঙ্কিং পাসওয়ার্ড, ইমেইল আইডি, আধার নম্বরের মতো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সেভ করে রাখেন। এর সুবিধা নিয়েই সাইবার অপরাধীরা খুব সহজেই আপনার অজান্তে মোবাইলে লগ ইনের মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে নিতে পারে মাত্র ১ সেকেন্ডের মধ্যেই। বিশেষত, পর্নোগ্রাফির সাইটগুলিতে এই ধরনের সাইবার অপরাধীরা আপনার ব্যক্তিগত তথ্য নেওয়ার জন্য মুখিয়ে থাকেন।

 


 

 

অপ্রয়োজনীয় পেইড সার্ভিস

যারা পর্নোগ্রাফিতে আসক্ত তারা সকলেই জানেন এই ধরনের ওয়েবসাইটগুলিতে প্রতি মুহূর্তে গ্রাহকদের জন্য নতুন নতুন পেইড সার্ভিস-অপশন আসতেই থাকে। পর্নোগ্রাফি ওয়েবসাইটে ঢুকতে গিয়ে মোবাইল গ্রাহকদের অজান্তেই এমএমএস, এসএমএস, প্রিমিয়াম এসএমএস, ডব্লিইএপি-সহ একাধিক পরিষেবা চালু হয়ে যায়। এবং এই সমস্ত পরিষেবা অ্যাক্টিভ করার মাধ্যমে টাকা আয় করে ওই সাইটগুলো।

পর্ন টিকার

পর্নোগ্রাফি দেখার সময়ে আপনার স্মার্টফোনে পর্ন ছবি বা ভিডিও দেখার সময় পর্ন টিকার বা ভুয়া মোবাইল অ্যাপ চলে আসতেই পারে। এবং এই সমস্ত ভুয়ো অ্যাপ গ্রাহকের ব্যক্তিগত এবং মূল্যবান তথ্য অনায়াসেই চুরি করে নিতে পারে। শুধুমাত্র সার্ভিস প্রোভাইডারই নয়, অ্যাপ এবং ব্রাউজার যারা ট্রাকিং করছেন তারাও আপনার মোবাইল অ্যাক্টিভিটির উপর নজরে রাখছেন।  যা কিনা গ্রাহকের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

 

 

 র‌্যানসমওয়্যার

অনেকে আছেন যারা  টাকা দিয়ে অনলাইনে পর্নোগ্রাফি দেখেন । এই ধরনের মানুষদের খুব সহজেই হ্যাকাররা ট্র্যাক করতে পারে। আর একবার যদি  মোবাইল হ্যাক করে নেয় তাহলে আংশিক বা সম্পূর্ণ নিয়ন্ত্রণই হ্যাকারদের হাতে চলে যায়। এই ধরণের প্রতারণাকে বলে র‌্যানসমওয়্যার। গ্রাহকরা পর্নোগ্রাফি দেখতে কোনও অচেনা ওয়েবসাইটে ঢুকলেই নতুন একটি পপ আপ উইন্ডো মোবাইল স্ক্রিনে ফুটে উঠে। এই পপ আপ উইন্ডো মুহূর্তের মধ্যে আপনার মোবাইলকে লক করে দিতে পারে, কিংবা হ্যাঙ্গও হয়ে যেতে পারে আপনার ফোন। এই ভাবেই ফোন মেমরি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের হাতে পৌঁছে যায়। তাই অচেনা সাইটে পর্নোগ্রাফি দেখার সময় সাবধান না হলেই বড় বিপদ।


 

Share this article
click me!

Latest Videos

ফের বড়সড় অভিযানে ইডি! একাধিক ঠিকানায় একযোগে ইডির হানা! দেখুন | ED Raid Today
‘পুলিশ না থাকলে তৃণমূলকে কেউ ভয় পেতো না’ মমতাকে ঝাঁঝালো আক্রমণ সুকান্তর! দেখুন কী বললেন | Sukanta M
‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
'আমি কিছু করিনি, আমায় ফাঁসিয়েছে বিনীত গোয়েল' চিৎকার সঞ্জয় রায়ের | Sanjay Roy | RG Kar Case
‘পশ্চিমবঙ্গের হিন্দুদের ক্ষমতা এবার দেখবে তৃণমূল’ তৃণমূলকে হুঙ্কার শুভেন্দুর! | Suvendu Adhikari