জুন থেকেই WhatsApp-এর প্রতি মেসেজের জন্য লাগবে মোটা টাকা? নয়া নিয়ম আনল মেটা

Published : May 29, 2025, 02:52 PM IST

আর বিনামূল্যে ব্যবহার করা যাবে না WhatsApp! প্রতি মেসেজের জন্য গুনতে হবে মোটা অঙ্কের খরচ! ফ্রির দিন শেষ! হ্যাঁ, মেটা মালিকানাধীন WhatsApp এবার তাদের প্লাটফর্ম ব্যবহারের জন্য দাম ঘোষণা করেছে। মেসেজ পিছু কত টাকা দিতে হবে এবার?

PREV
110

ফ্রির দিন শেষ! হ্যাঁ, মেটা মালিকানাধীন WhatsApp এবার তাদের প্লাটফর্ম ব্যবহারের জন্য দাম ঘোষণা করেছে।

210

মেসেজ পিছু কত টাকা দিতে হবে এবার?

জানা যাচ্ছে, খুব শীঘ্রই অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ গুনতে হবে ব্যবহারকারীদের। জানানো হয়েছে নতুন নীতি কার্যকরের দিনক্ষনও।

310

মেসেজ প্রতি দিতে হবে চার্জ

মার্ক জুকারবার্গ সংস্থা মেটার মালিকানাধীন WhatsApp জানিয়েছে, এবার থেকে প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ গুনতে হবে, ব্যবহারকারীদের।

410

জানানো হয়েছে, মূলত মূল্য নির্ধারণ পদ্ধতিকে সহজ করতে এবং মেসেজিং ইন্ডাস্ট্রিজ স্ট্যান্ডার্ড অনুযায়ী সমন্বয় সাধন করতেই এই নতুন পরিবর্তন আনা হয়েছে।

510

চার্জ লাগবে এই ক্যাটাগরিগুলিতে

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম WhatsApp জানিয়েছে, মূলত বিজনেস অ্যাকাউন্ট থেকে পাঠানো প্রতিটি মেসেজের জন্য চার্জ করা হবে।

610

তবে হ্যাঁ, যদি সেই মেসেজ কাস্টমার সার্ভিস উইন্ডোর বাইরে পাঠানো হয় তবেই এই অর্থ গুনতে হবে গ্রাহকদের। অর্থাৎ, মার্কেটিং টেমপ্লেট, ২টি ইউটিলিটি টেমপ্লেট পাঠালে তার জন্য আলাদা চার্জ দিতে হবে।

710

তবে, ইউটিলিটি মেসেজ দুটি যদি কাস্টমার সার্ভিস উইন্ডোর মধ্যে পাঠানো হয় অর্থাৎ নির্দিষ্ট রেঞ্জের মধ্যে পাঠানো হলে তার জন্য শুধু মার্কেটিং টেমপ্লেটের চার্জ লাগবে।

810

বলে রাখি, মূলত মার্কেটিং মেসেজ, ইউটিলিটি মেসেজ ও অথেন্টিকেশন মেসেজের এই ৩ ক্যাটাগরিতে চার্জ বসাবে WhatsApp।

910

মেটার মালিকানাধীন সংস্থাটি জানিয়েছে, এবার থেকে ব্যবহারকারী বিনামূল্যে মেসেজের প্রতিক্রিয়ায় পাঠানো ইউটিলিটি টেমপ্লেট মেসেজ ব্যবহার করতে পারবেন।

1010

চার্জ প্রয়োগের নিয়ম

সংস্থাটি জানিয়েছে, নতুন নিয়ম কার্যকর হয়ে গেলে, ব্যবহারকারীদের ফোন নম্বরের কান্ট্রি কোড ও মেসেজের ক্যাটাগরির ওপর ভিত্তি করে প্রতিটি চার্জ প্রযোজ্য হবে। বলে রাখি, আগামী ১ জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে মেটা।

Read more Photos on
click me!

Recommended Stories