Whatsapp new feature : হোয়াটস্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা! গ্রুপ চ্যাটের সারমর্ম সংক্ষেপে জানাবে অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি। এতে গুরুত্বপূর্ণ তথ্য সহজেই পাওয়া যাবে।

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করছে হোয়াটঅ্যাপ। যা দূরত্ব কমিয়েছে মানুষের মধ্যে। অডিয়ো কল, ভিডিও কল, পেমেন্ট করা, ব্যক্তিগত বা গ্রুপে চ্যাট করা, সবই সম্ভব এই মাধ্যমের দ্বারা। এবার সাধারণ মানুষের কথা চিন্তা করে আরও এক নতুন ফিচার্স নিয়ে এল এই হোয়াটসঅ্যাপ সংস্থা। 

সাধারণ ১ ঘন্টা হোয়াটস্যাপ বন্ধ থাকলেই শ'খানেক মেসেজ জমে থাকে বিভিন্ন গ্রূপে। এতো মেসেজ বসে বসে পড়তে সময় বা ধৈর্য কারোরই হয় না। এবার এই নিয়ে আর চিন্তা নেই।

ব্যবহারকারীর মেসেজিং অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে নতুন একটি সুবিধা নিয়ে এসেছে WhatsApp। এবার থেকে গ্রুপ চ্যাটে অনেক মেসেজের ভিড়ে হারিয়ে না গিয়ে, কথাবার্তার মূল বার্তাটি কী তা সংক্ষেপে জানিয়ে দেবে হোয়াটস্যাপ অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি। এই উন্নত টেকনোলজির দ্বারা আপনার কাজ হবে আরও সহজ।

এই ফিচারের মাধ্যমে WhatsApp গ্রুপ চ্যাটে যদি কেউ গুরুত্বপূর্ণ ঘোষণা, সিদ্ধান্ত বা তথ্য শেয়ার করেন, সেটি অ্যালগরিদমের মাধ্যমে চিহ্নিত হয়ে স্বয়ংক্রিয়ভাবে সংক্ষেপে গ্রুপের সদস্যদের সামনে তুলে ধরা হবে। এতে করে ব্যবহারকারীরা অপ্রয়োজনীয় কথাবার্তার মাঝে আসল তথ্য হারিয়ে না ফেলে সহজেই মূল বিষয়টি জানতে পারবেন।

তবে এতে কোনও প্রাইভেসি লঙ্ঘন হবে না বলেই সংস্থার তরফে জানানো হয়েছে। এছাড়াও স্বাভাবিকভাবেই স্ক্রিনশটও নিতে পারবে ব্যবহারকারীরা। তবে এই সুবিধা উপভোগ করার জন্য ব্যবহারকারীদের উভইপক্ষের ফোনেই থাকতে হবে হোয়াটস্যাপেরে নতুন সংস্করণ।

সারাংশ কাজ হোক বা ব্যক্তিগত আলোচনা, এখন সবেতেই মোটের উপর ভরসা হোয়াটসঅ্যাপ। তবে কিছুক্ষণ বন্ধ থাকলেই জমতে থাকে শ'য়ে শ'য়ে মেসেজ। একবারে পড়ে ওঠাও হয় না। সেই কথা মাথায় রেখেই দারুণ এক ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। 

প্রায়শই হোয়াটঅ্যাপ সংস্থা নিজেদের ফিচার্স আপডেট করে চলেছে। একে একে যোগ হয়েছে ভিডিও কলিং, পেমেন্টের অপশন কিংবা গ্রুপ চ্যাটের অপশন। এবার আরও এক নতুন ফিচার্স যোগ হল। এবার থেকে গ্রুপ চ্যাটের সারমর্ম সংক্ষেপে তুলে ধরবে আপনার সামনে, আসছে নয়া ফিচার্স।