এই বছরের সবচেয়ে আকর্ষনীয় অফার, ৫০০০ mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারের ফোন মিলছে মাত্র ৬,৯৯৯ টাকায়

  • বর্ষশেষে ই-কমার্স সংস্থাগুলি দিচ্ছে নানা সেল
  • Flipkart-এ চলছে বিগ সেভিং ডে' সেল
  • POCO C3 স্মার্টফোনটি এই সেলে খুব ভাল অফারে কেনা যাচ্ছে
  • জেনে নিন এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন

২০২০ শেষ হতে চলেছে এবং বছরের শেষে, ই-কমার্স সংস্থাগুলি দিচ্ছে নানা সেল। এদিকে, ১৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া Flipkart-এ বিগ সেভিং ডে'-তে বিভিন্ন স্মার্টফোনের উপর চলছে নানান সেল। এই সেলে, Poco, Realmi, Samgsung -এর মতো বহু জনপ্রিয় ব্র্যান্ডের ফোনে দেওয়া হচ্ছে নজর কাড়া অফার। এদিকে, Poco একটি দুর্দান্ত সেলের বিষয়ে টুইট করেছে। POCO India নিজের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়েছে যে POCO C3 স্মার্টফোনটি Flipkart-এর বিগ সেভিং ডে-তে খুব ভাল অফারে কেনা যাচ্ছে।

আরও পড়ুন- একেবারে জলের দরে দুর্দান্ত ফিচার, ভারতে লঞ্চ হল Redmi 9 Power

Latest Videos

POCO India সোশ্যাল মিডিয়ায় লিখেছে যে, '২০২০ সালের ক্রেজিয়েস্ট ডিল!' POCO C3 এর ৩ GB + ৩২ GB ভেরিয়েন্টটি ৯,৯৯৯ টাকার পরিবর্তে এই সেলে মাত্র ৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি  ৪ GB + ৬৪ GB ভেরিয়েন্টটি ১০,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৭,৯৯৯ টাকায় কিনতে পারবেন। সংস্থাটি এই ফোনের দুটি বৈশিষ্ট্যও উল্লেখ করেছে। এই বাজেটের ফোনে গ্রাহকরা মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর এবং ৫০০০ mAh ব্যাটারির মতো বৈশিষ্ট্য পাবেন। জেনে নেওয়া যাক এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন-

 

 

এই ফোনে একটি ৬.৫৩ ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটির আসপেক্ট রেশিও ২০:৯। ফোনটিতে ৪ GB পর্যন্ত র‍্যাম সহ ৬৪ GB ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের মেমরি ৫১২ GB বাড়ানো যেতে পারে। চার্জিং-এর জন্য, POCO C3 এর ৫০০০ mAh ব্যাটারি রয়েছে, যা সংস্থাটি দাবি করেছে যে এটি সহজেই চলতে পারে। ক্যামেরা হিসাবে ফোনে তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এটিতে ১৩-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা এবং একটি ২-মেগাপিক্সেল গভীরতার ক্যামেরা সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটি এমআইইউআই ১২ অপারেটিং সিস্টেমে কাজ করে।

Share this article
click me!

Latest Videos

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক Bangladeshi অনুপ্রবেশকারী গ্রেফতার
'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য Sujan Chakraborty-র
‘Mamata Banerjee দুই দিন পর BSF-কেও না রাষ্ট্রদ্রোহী বলে দেন’ পাল্টা দিলেন Adhir Ranjan Chowdhury
'জনজাতিদের নিচু করে মমতা আর মোদী মাথায় করে রাখে' পশ্চিম মেদিনীপুরে গিয়ে এ কী বললেন শুভেন্দু?
ফুটবল খেলার সময় এ কী ঘটে গেল! শোকের ছায়া Madhyamgram-এ | North 24 Parganas News Today