YouTube Music 2025: কেমন আপনার মিউজিকের টেস্ট? বলে দেবে AI! ইউটিউব ২০২৫ রিক্যাপ

Published : Nov 26, 2025, 07:35 PM IST

YouTube Music 2025: ইউটিউব মিউজিক ২০২৫ রিক্যাপ লঞ্চ হল। আপনার গানের রুচি কেমন? তা  এবার সহজেই জানিয়ে দেবে, AI চ্যাট ফিচার। মিউজিক্যাল পাসপোর্ট এবং আরও একাধিক ফিচারও রয়েছে।

PREV
15
নতুন ফিচার সহ বাজারে লঞ্চ হয়েছে

অপেক্ষার অবসান হল সঙ্গীতপ্রেমীদের। ইউটিউব মিউজিক নিয়ে এসেছে বছরের সেরা গানের তালিকা 'রিক্যাপ'। এবার এটি কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) নতুন ফিচার সহ বাজারে লঞ্চ হয়েছে।

25
রঙিন কার্ডের মাধ্যমে আকর্ষণীয় উত্তরও পেতে পারেন

২০২৫ সালে, রিক্যাপের প্রধান আকর্ষণ হল AI চ্যাট ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের গান শোনার অভ্যাস নিয়ে AI-কে প্রশ্ন করতে পারেন এবং রঙিন কার্ডের মাধ্যমে আকর্ষণীয় উত্তরও পেতে পারেন।

35
যা আপনার গান শোনার দিনগুলিকে ক্যালেন্ডারে তুলে ধরে

এবারের রিক্যাপে যুক্ত হয়েছে ‘মিউজিক্যাল পাসপোর্ট'। যা আপনার প্রিয় শিল্পীদের দেশকে দেখায় এবং 'মিউজিক্যাল বেস্টি', যা আপনার গান শোনার দিনগুলিকে ক্যালেন্ডারে তুলে ধরে।

45
স্টোরিটি দেখতে পাবেন সহজে

অ্যান্ড্রয়েড বা আইফোনে ইউটিউব মিউজিক অ্যাপ খুলে প্রোফাইল থেকে 'Your Recap' বেছে নিন। এরপর 'Get your Recap' ক্লিক করলেই আপনার মিউজিক জার্নির স্টোরিটি দেখতে পাবেন সহজে।

55
ডিসেম্বরের বদলে এবার নভেম্বরের শেষে

তবে এই রিক্যাপটি দেখতে হলে, ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বরের মধ্যে কমপক্ষে ১০ ঘণ্টা গান শুনতে হবে। ডিসেম্বরের বদলে এবার নভেম্বরের শেষে এটি প্রকাশ হওয়ায় সঙ্গীতপ্রেমীরা খুবই খুশি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories