বছর শেষে আনন্দ উৎসব, দীঘায় উপচে পড়া পর্যটকদের ভিড়

  • বছর শেষে ভ্রমণে মত্ত 
  • পর্যটকদের উপচে পড়া ভিড় দিঘায় 
  • বেড়েছে হোটেলের ভাড়া 
  • বছর শেষে ছন্দে ফিরল পর্যটন 

বছর শেষে উপচে পড় ভিড় দিঘাতে। চলতি বছর করোনার কোপে পড়ে নাজেহাল সাধারণ মানুষ। দীর্ঘ দিন ঘরে বসে দমবন্ধ হওয়ার জোগার। তাই বছর শেষে প্রাণ খুলে আনন্দে মেতে উঠতে অনেকেই বেছে নিয়েছেন হাতের কাছে থাকা টুরিস্ট ডেস্টিনেশন দিঘাকে। করোনার কথা মাথায় রেখেই দূরে কোথাও পাড়ি নয়। তাই সৈকত শহর সেজে উঠল নয়া লুকে।

আরও পড়ুন- বড়দিনে বড় উপহার, পাহাড় কোলে চলল টয়ট্রেন, দার্জিলিং-এ সারপ্রাইজ গিফট পর্যটকদের 

Latest Videos

চলতি বছর ম্লান ছিল দিঘার মুখ। সেভাবে পর্যটক হচ্ছিল না। বন্ধ ছিল একাধিক হোটেল। পাশাপাশি বেশ কিছু নতুন হোটেলও এই তালে কাজ শুরু করে দিয়েছিল। তবে ডিসেম্বর পড়তেই চোখে পড়ছিল ভিড়। বাড়ছিল টুরিস্টের সংখ্যা। আর বছর শেষে চেনা ছন্দেই ধরা দিল দিঘা। ফলে তড়িঘড়ি বেড়ে গেল হোটেলের ভাড়া। মাত্রা ছাড়া সেলিব্রেশন প্যাকেজের দামও। 

 

 

প্রথমসারির হোটেলে প্রাইম ঘর ভাড়া প্রতি রাতের ৫০০০ থেকে ৬০০০ পর্যন্ত চলে গিয়েছে। স্ট্যান্ডার হোটেলে ভাড়া ২.৫০০ থেকে ৩.৫০০ টাকার মধ্যে। পাশাপাশি বিভিন্ন ট্রিপের জন্য গাড়ি ভাড়াও বেড়েছে অন্যান্য সময়ের থেকে। এখন থেকেই চলছে ১ জানুয়ারীর বুকিং। দিঘায় গিয়ে বুকিং করতে নাজেহাল হতে হচ্ছে পর্যটকদের। 

Share this article
click me!

Latest Videos

'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি