ফেসবুক ও ইনস্টাগ্রামে ট্রাম্পের অ্যাকাউন্টে 'অনির্দিষ্টকাল' নিষেধাজ্ঞা, জানিয়েছেন মার্ক জুকারবার্গ

  • ফেসবুকে ট্রাম্পের অ্যাকাউন্ট ব্যান 
  • ইনস্টাগ্রামেও নিষেধাজ্ঞা জারি 
  • জানিয়েছেন মার্ক জুকারবার্গ 
  • অনির্দিষ্টকালের জন্যই বন্ধ করে দেওয়া হয়েছে 
     

অনির্দিষ্টকালের জন্য ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হল। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজ থেকে একথা ঘোষণা করেছেন ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গ। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীকে হিংসাকে উস্কে দেওয়ার জন্যই তাঁর অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

মার্ক জুকারবার্গা জানিয়েছেন বুধবার প্রথমে ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কারণ ট্রাম্প গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে ও হিংসার ঘটনা উস্কে দেওয়ার জন্য ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন। আগামী দিনেও তিনি এজাতীয় কাজ করতে পারেন বলে আশঙ্কা থেকেই যাচ্ছে। আর সেই কারণেই ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি আরও বলেছেন, তাঁর সংস্থা মনে করে এই সময় ডোনাল্ড ট্রাম্পকে তাঁদের পরিষেবা ব্যবহারের অনুমতি দেওয়া অত্যান্ত ঝুঁকিপূর্ণ। 

Latest Videos


এই একই কারণে শুধু ফেসবুক নয় ট্রাম্পের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওপরেও অনির্দিষ্টকালের জন্য  নিষেধাজ্ঞাজারি করা হল। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার আগে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। কমপক্ষে দুসপ্তাহের জন্য নিষেধাজ্ঞা জারি করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। 

Share this article
click me!

Latest Videos

‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News