এবার নিউ জার্সিতে বন্দুকবাজের হামলা, পুলিশ অফিসার- সহ মৃত ৬

Published : Dec 11, 2019, 09:58 AM IST
এবার নিউ জার্সিতে বন্দুকবাজের হামলা, পুলিশ অফিসার- সহ মৃত ৬

সংক্ষিপ্ত

আবারও  বন্দুকবাজের হামলা আমেরিকায় এলোপাথারি গুলিতে অন্তত ছ' জনের মৃত্যু হামলার কারণ এখনও স্পষ্ট নয়  

ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা। এবার নিউ জার্সিতে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে নিহত হলেন এক পুলিশ অফিসার-সহ মোট ছ'জন। এছাড়াও বেশ কয়েকজন  আহত হয়েছেন বলে খবর। যদিও এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলতে নারাজ পুলিশ। 

মঙ্গলবার স্থানীয় সময় বেলা দুটো নাগাদ হাডসন নদীর পাড়ে জার্সি শহরে আচমকা পর পর গুলির শব্দ শোনা যায়। সংবাদসংস্থার খবর অনুযায়ী, বন্দুকবাজের হামলার পরে বেশ কিছু দেহ রাস্তার উপরেই পড়েছিল। হাসপাতালে নিয়ে গেলে এক পুলিশ অফিসারকে মৃত বলে ঘোষণা করা হয়। 

ঘটনাস্থলের পাশেই একটি স্কুলও ছিল। সেই স্কুলটির সমস্ত গেট সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। স্কুলের পড়ুয়া এবং কর্মীরা নিরাপদেই আছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় একঘণ্টা ধরে ওই অঞ্চলে গোলাগুলি বিনিময়ের শব্দ পাওয়া যায়। সোয়াট, স্টেট পুলিশ এবং গোয়েন্দা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। গোটা এলাকা ঘিরে ফেলে সাধারণ মানুষকে দূরে সরিয়ে দেয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছন শহরের মেয়র স্টিভেন ফুলপ। যদিও কতজন নিহত হয়েছেন, অথবা হামলার নেপথ্যে কে বা কারা রয়েছে, সে বিষয়ে কিছুই জানাননি তিনি। 
 

PREV
click me!

Recommended Stories

Board of Peace: ট্রাম্পের 'বোর্ড অফ পিস'-র ক্ষমতা কতটা, এখনও পর্যন্ত কোন কোন দেশ যোগ দিয়েছে?
এআই যুদ্ধেও অনেক এগিয়ে; চিনকে যা ভাবা হয়েছিল তা নয়, বললেন ডিপমাইন্ড প্রধান