ট্রাম্প আর বাইডেন, কার হাতে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাটন তা ঠিক করবে মহামারির আগাম ভোট

  • মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা 
  • ট্রাম্প বাইডেন একে অপরকে টক্কর দিচ্ছেন 
  • এগিয়ে রয়েছেন বাইডেন 
  • লড়াই জারি রেখেছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প না জো বাইডেন, কে হবেন আগামী দিনের মার্কিন রাষ্ট্রপতি? এখনও তা স্পষ্ট নয়।  বেশ কয়েকটি রাজ্যে এগিয়ে রয়েছেন বাইডেন। আবার কয়েকটি রাজ্যে টক্কর দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

মহামারির কোপ
মহামারির এই আবহ মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে স্পষ্ট কোনও ইঙ্গিত দিতে পারছে না। কারণ করোনাভাইরাসের মত মারাত্মক ছোঁয়াচে রোগের হাত থেকে বাঁচতে মার্কিনিরা মেইল করে তাঁদের ভোট প্রদান করেছেন। আগাম দেওয়া ১০ কোটি ভোট গুণতে সময় লাগবে। মার্কিন নির্বাচনের ইতিহাসে এই প্রথম এত মানুষ আগাম ভোট দিয়ে রেখেছিলেন।  সাধারণ নির্বাচনের দিন রাতেই জানা যায় ফল। কিন্তু মহামারির আবহে সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে। 

Latest Videos

হাড্ডাহাড্ডি লড়াই 
যেসব রাজ্যগুলিতে ট্রাম্প আর বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই চলছে সেগুলি হল জর্জিয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা,। এখনও পর্যন্ত জো বাইডেন এগিয়ে রয়েছেন ২৪০র কাছাকাছি। আর ট্রাম্প টপকে গিয়েছিলেন ২১৩র গণ্ডী। মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞদের মত সবকিছু ঠিক থাকলে বাইডেনের ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। কিন্তু শেষ পর্বে হিসেব ওলটপালট করে দিয়ে পারেন ট্রাম্প। কারণ কঠিন লড়ায়ের পর পেনসিলভিয়ার মত রাজ্যে এগিয়ে রয়েছেন ট্রাম্প। 

একে অপরকে নিশানা 
মার্কিন ভোট প্রচার থেকে যে বাকযুদ্ধ শুরু হয়েছিল তা এখনও অব্যাহত রয়েছে। ভোট গণনার মধ্যেই কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকিও দিয়েছেন তিনি। পাল্টা জো বাইডেন জানিয়েছেন তিনিও তাঁর দববল আইনি পথেই পুরো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত যদি মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন সুপ্রিম কোর্টে যায় তাহলে ফল প্রকাশ ঘিরে অনিশ্চয়তা বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today