তারকা খচিত মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। এদিন সকাল থেকেই মুম্বইয়ের বিভিন্ন ভোটকেন্দ্রে দেখা গেছে তারকাদের।
তারকা খচিত মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। এদিন সকাল থেকেই মুম্বইয়ের বিভিন্ন ভোটকেন্দ্রে দেখা গেছে তারকাদের। নিজের নাগরিক অধিকার প্রযোগ করে হাতে কালি লাগিয়ে বেরিয়ে এসেছেন হাসতে হাসতে। অভিনেতা রীতেশ দেশমুখ ও তাঁর স্ত্রী জেনেলিয়া দেশমুখ ভোট দেন লাতুরের একটি স্কুলে। এবারে ভোটে কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রীতেশের দুই ভাই ধীরাজ এবং অমিত দেশমুখ। ভোটের লাইনে দাঁড়ালেন মিস্টার পারফেকসনিস্ট আমির খানও। ভোট দিতে দেখা গেল অতীত অভিনেত্রী পদ্মিনী কলাপুরীকেও। বান্দ্রাতে ভোট দিলেন ধকধক গার্ল মাধুরি দিক্ষিত। নাগরিক অধিকার প্রয়োগ করতে দেখা গেল প্রেম চোপড়া ও সঞ্জয় খানকেও।