সদ্যই মুক্তি পেয়েছে দেব-রুক্মিণীর নতুন ছবি কিশমিশের গান। 'তুই বলব না তুমি' গানটি মুক্তি পেতে না পেতেই সুপার হিট। প্রথম গান হিট করার আনন্দে নাচে মজতে দেখা গেল দেবকে। সোশ্যাল মিডিয়ায় দেব ভিডিও শেয়ার করে জানালেন সুখবর।
সদ্যই মুক্তি পেয়েছে দেব-রুক্মিণীর নতুন ছবি কিশমিশের গান। 'তুই বলব না তুমি' গানটি মুক্তি পেতে না পেতেই সুপার হিট। কিশমিশ ছবির ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়েছে সিনে প্রেমীদের। প্রথম গান হিট করার আনন্দে নাচে মজতে দেখা গেল দেবকে। সোশ্যাল মিডিয়ায় দেব ভিডিও শেয়ার করে জানালেন সুখবর। অন্যদিকে কিশমিশের এই গানটি গেয়েছেন শুভদীপ পান। মনের আনন্দে খালি গলায় গান ধরলেন সঙ্গীতশিল্পী নিজেই। গিটার বাজিয়ে এই একই গান গাইতে দেখা গয়েছে অভিনেতা ঋষভ চক্রবর্তীকে। গানটি যে সকলের মন কেড়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। প্রসঙ্গত, ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে রাহুল মুখোপাধ্যায়ের ছবি কিশমিশ। এই ছবি মুক্তির অপেক্ষায় এখন বসে আছেন সিনে প্রেমীরা। ছবির ট্রেলের ইতিমধ্যেই সামনে এসেছে, যা দেখে বেশ বোঝা যাচ্ছে ছবিটি একবারে ভিন্ন ধাঁচের। ট্রেলেরের পরেই এই গানও সকলের মনে জায়গা করে নিয়েছে। এখন শুধু কিশমিশ মুক্তির অপেক্ষা।