বৃহস্পতিবার চাঁদের হাট বসল শহর কলকাতার রয়্যাল বেঙ্গলে। নুসরতের রিসেপশন উপলক্ষ্যে সেজে উঠল পাঁচ তারা হোটেল। জুই ফুলের গন্ধে ভরে উঠল আসর। সন্ধে নামতেই একের পর এক তারকার সমাবেশে ভরে উঠল হোটেল চত্বর। বাদ পরলেন না শহরের নেতা-মন্ত্রীরাও।
রাত যত বাড়ল ততই বাড়তে থাকল অতিথির সমাগম। সকলেরই শুভেচ্ছাবার্তায় একটাই সুর, সুখের হোক নবদম্পতী বৈবাহিক জীবন। নতুন নতুন আউট ফিটে টলি-তারকারা যেমন নজর কাড়লেন এক দিকে, তেমনই অন্যদিকে নেতামন্ত্রীদের উপস্থিতিও ছিল এই দিন নজরে পরার মতন। কারুর হাতে ফুলের বোকে, কারুর হাতে উপহার।