৪ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 'বাবা বেবি ও'। এই ছবির হাত ধরেই প্রথম বড় পর্দায় পথ চলা শুরু করছেন শোলাঙ্কি। 'বাবা বেবি ও' নিয়ে খোলামেলা আড্ডায় শোলাঙ্কি রায়।
ওয়েব, ছোটপর্দায় তার অভিষেক হয়েছে অনেক আগেই। এবার বড় পর্দায় পথ চলা শুরু করছেন সকলের প্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়। আগামী ছবি নিয়ে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে খোলামেলা আড্ডায় অভিনেত্রী। ফেব্রুয়ারিতে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 'বাবা বেবি ও'। এই ছবির হাত ধরেই প্রথম বড় পর্দায় পথ চলা শুরু করছেন শোলাঙ্কি। 'বাবা বেবি ও' নিয়ে খোলামেলা আড্ডায় শোলাঙ্কি রায়। ছবি শ্যুটিং নিয়ে নিজের অভিজ্ঞতার কথা শোনালেন শোলাঙ্কি। 'যিশু দা-র সঙ্গে প্রথম ছবি প্রথমে খুব ভয় লাগছিল', বললেন শোলাঙ্কি। পর্দার বাইরে মানুষ হিসাবে শোলাঙ্কি কেমন সে কথাও নিজেই বললেন। বেশিক্ষণ এক জায়গায় আমি বসতে পারিনা, নিজের মুখেই বললেন অভিনেত্রী। শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথাও শেনালেন তিনি। ছেলেবেলায় কেমন ছিলেন শোলাঙ্কি, জানালেন অভিনেত্রী। বাবার সঙ্গে শোলাঙ্কির সম্পর্ক কেমন সেকথাও বললেন তিনি। 'মা-কে এখনও ভয় পাই', মুখোমুখি আড্ডায় বললেন শোলাঙ্কি। আড্ডার মাঝেই সারোগেসি নিয়ে মনের কথা শোনালেন শোলাঙ্কি।