Avijatrik: মুক্তির পথে 'অভিযাত্রিক', মুখোমুখি অর্জুন-দিতিপ্রিয়া-শুভ্রজিৎ

অভিযাত্রিকের হাত ধরে আবার ফিরছে অপু। অপুর সংসার দিয়ে শেষ হয়েছিল অপু ট্রিলজি। শুভ্রজিৎ মিত্রর হাত ধরে বড় পর্দায় আবারও ফিরছে অপু। ছবিতে অপুর চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী। 
 

অভিযাত্রিকের হাত ধরে আবার ফিরছে অপু। অপুর সংসার দিয়ে শেষ হয়েছিল অপু ট্রিলজি। শুভ্রজিৎ মিত্রর হাত ধরে বড় পর্দায় আবারও ফিরছে অপু। ছবিতে অপুর চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী। দ্বিতিপ্রিয়া রায়কে এই ছবিতে দেখা যাবে অপর্ণার চরিত্রে। অপর্ণার মৃত্যুর পর অপু এবং তাঁদের ছেলে কাজলের এক নতুন সম্পর্কের শুরু দিয়ে শেষ হয়েছিল অপুর সংসার। এবার তার পর থেকেই অর্থাৎ বাবার সঙ্গে তাঁর ছেলে কাজলের সম্পর্কই ফুটে উঠেছে অভিযাত্রিক-এ। সিনেপ্রেমী মানুষদের কাছে অপু ট্রিলজি একটা ইমোশন। আর সেই ইমশনই আবার নতুন ভাবে আসতে চলেছে বড় পর্দায়। অপুর সংসারে কাজলের জন্মের সময়েই মৃত্যু হয় অপর্ণার। আবারও সেই অপর্ণাকেই দেখা যাবে এই ছবিতে। অপুর স্মৃতিতে যে আজও অপর্ণা রয়েছে সেটাই ধরা পড়বে এই ছবিতে। তবে এই ছবিতে একেবারে অন্যভাবে দেখা যাবে অপর্ণাকে। বাঙালিদের মনে এক বিশেষ জায়গায় রয়েছে অপু ট্রিলজি। তা নিয়েই একেবারে অন্য ধরনের একটা ছবি। আর এই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতার কথা জানালেন অপর্ণা অর্থাৎ দ্বিতীপ্রিয়া। ছবি নিয়ে রীতিমতন গবেষণা করে এই ছবিটি তৈরি করেছেন ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র। দীর্ঘদিন ধরে চলেছে সেই গবেষণা সেই সঙ্গেই রীতিমতন পড়াশোনা করে ছবিটি বানিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। প্রতিটি চরিত্রে কে অভিনয় করবে তা নিয়ে আলাদা ভাবে ভেবেছেন ছবির পরিচালক। বাংলা উপন্যাসের এক একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কে বা কারা অভিনয় করবে তা নিয়ে রীতিমতন ভাবনা চিন্তা করতে হয়েছে তাঁকে। অর্জুন চক্রবর্তীকে অনেক ছোট থেকেই চেনেন দ্বিতীপ্রিয়া। দ্বিতীপ্রিয়ার কথায় অর্জুন চক্রবর্তীকে দেখে রাশভারী মনে হলেও বাস্তবে অর্জুন চক্রবর্তী একেবারে অন্যমানুষ। গম্ভির হয়েই আড্ডাও মারেন অর্জুন চক্রবর্তী। শ্যুটিংয়ের ফাঁকে নিজের অভিঞ্জতার কথা জানালেন দ্বিতীপ্রিয়া। ৩ তারিখ মুক্তি পাচ্ছে অর্জুন চক্রবর্তীর নতুন ছবি অভিযাত্রিক, তার আগে সামনে এল অর্জুনের এই নতুন রিল। একাধিক জায়গায় এই ছবির শ্যুটিং হয়েছে। ছবির শ্যুটিং হয়েছে বারাণসী, ডুয়ার্স, টাকি, বোলপুর এমনকি উত্তর কলকাতাতেও হয়েছে ছবির শ্যুটিং। করোনার জেরে দেড় বছর পিছিয়ে মুক্তি পাচ্ছে অভিযাত্রিক। তবে সেটা সাপে বর হয়েছে বলেই জানালেন ছবির পরিচালক। কারণ এই দেড় বছরের মধ্যে আন্তর্জাতিক ফেসটিভালে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে এই ছবি। শুধু তাই নয় ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে মানুষের মন জয় করে নিয়েছে, আর সেই সঙ্গেই বেশ  কিছু পুরষ্কারও পেয়েছে অভিযাত্রিক। তবে এবার অপুর ঘরে ফেরার পালা। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ছবি অভিযাত্রিক।

07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও