চলতি বছরেই বিয়ে সেরেছেন ইমন-নীলাঞ্জন। ৩১ জানুয়ারি রেজিস্ট্রি সারেন ইমন-নীলাঞ্জন। পরে ফেব্রুয়ারিতে অনুষ্ঠান করে বিয়ে করেন তাঁরা। বিয়ের পর এটাই প্রথম জামাইষষ্ঠী নীলাঞ্জনের। ইমনের বাড়িতে তার জন্য এলাহি আয়োজন। তাঁর খাবারের মেনুতেও থাকল পঞ্চব্যঞ্জন। তবে শুধু নীলাঞ্জনই নয় একইভাবে থালা সাজিয়ে দেওয়া হয়েছিল ইমনকেও। এককথায় নীলাঞ্জনের আদরে ভাগ বসালেন ইমনও। চুটিয়ে আনন্দ করলেন প্রথম জামাইষষ্ঠীতে।