জামাইষষ্ঠীতে মেতেছে গোটা বাংলার মানুষ। টলিপাড়াতেও এবার জমে উঠেছে জামাইষষ্ঠী। বিয়ের পর এবছরই প্রথম জামাইষষ্ঠী গৌরবের। শশুরবাড়িতে জামাই আদর জমে উঠেছিল গৌরবের। অন্যদিকে চলতি বছরের শুরুতেই বিয়ে সেরেছেন সৌরভ ও তরিতা। বিয়ের পর সৌরভেরও এটাই প্রথম জামাই ষষ্ঠী। জামাইষষ্ঠীতে আনন্দে মাতলেন প্রীতি ও রাহুল। জামাই আদরের সঙ্গে জমিয়ে চলল খাওয়াদাওয়া। অন্যদিকে ২০২১ -এ বিয়ে করেছেন নীল-তৃণাও। জমিয়ে সেলিব্রেশন হল নীলের প্রথম জামাইষষ্ঠী।