বিয়ের পরেই মৃত্যুপুরীতে পরিণত হল মেয়ের বাড়ি। একের পর এক মৃত্যু ঘিরে রয়েছে দানা বেঁধেছে রহস্য। ক্লিকের উপস্থাপনায় ওয়েব দুনিয়ায় মুক্তি পেল 'অন্তর্দ্বন্দ্ব'। একেবারে নতুন ছকে বাঁধা ছবির গল্পের প্লট। মফস্বলের এক শিক্ষিতা মেয়ে, পৃথা। সংবাদপত্রের বিজ্ঞাপন দেখে ব্যাঙ্গালোরে চাকুরিজীবী ঋদ্ধিমানের সাঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পরই বদলে যায় পৃথার জীবন। বিয়ের পরেই চাকরি চলে যায় ঋদ্ধিমানের। পরিবারের কেউ না থাকায় বাধ্য হয়েই শ্বশুরবাড়িতে থাকতে শুরু করে ঋদ্ধিমান। এর পরেই একে একে পৃথা -র মা-বাবা -র মৃত্যু হয়। এমনকি মৃত্যু হয় পৃথারও। তার পরে কী হয় আর কী ভাবেই বা তাঁদের মৃত্যু এই নিয়েই একে বারে নতুন ছকে বাঁধা ছবি 'অন্তর্দ্বন্দ্ব'।