পুজোর সময় ঋতুপর্ণা সেনগুপ্ত দেশের বাইরে ছিলেন। যদিও দেশের বাইরে গেলেও পুজো উপলক্ষে কেনাকাটি কিছু কম করেন নি। আসলে বাঙালি, পৃথিবীর যে প্রান্তেই থাকুক,পুজোর সময় সাজগোজটা ঐতিহ্য় মেনেই করেন। আর তাই বাঙালি সেলেব ঋতুপর্ণাও সেই তালিকায় আছেন। এবারের পুজোয় তিনি কিনেছেন পছন্দসই শাড়ি এবং সঙ্গে স্টাইলিস লং ড্রেস। তাই শুটিং শত ব্য়স্ততার মধ্য়েও ঋতুপর্ণা সব দিকেই সমান ভাবে প্রাণবন্ত। সে ক্য়ামেরার ফ্রেমে হোক কিংবা রিয়েল লাইফে।