ভলভো সংস্থার দাবি তাদের এই মডেলের নয়া ফিচারে যুক্ত করা হয়েছে অন্দরে আরও জায়গা, আরাম এবং একটা ফিল-গুড বিষয়। যা আরোহীর মন মেজাজকে করে দিতে পারে তাজা ও ফুরফুরে। এছাড়াও এর এমার্জেন্সি সেফটি এই রেঞ্জের যে কোনও গাড়ির থেকে অনেক বেশি শক্তিশালী। রয়েছে অটোমেটিক সব সুবিধা। এছাড়াও রয়েছে ১২টি হাই কোয়ালিটি অডিও স্পিকার।
নতুন প্রেমের গুঞ্জন, সেই সঙ্গে দুবাই ভ্রমণ, আর মাঝখানে বেজিকাণ্ড। যেখানে এমনটাও মনে করা হচ্ছে যে হয়তো জেলে যেতে হতে পারে বাংলার এই মুহূর্তে বহুল জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। তবে এত সব বিতর্ক যে তাঁকে খুব একটা ছুয়ে যাচ্ছে না তা তিনি ফের প্রমাণ করে দিলেন তাঁর বিন্দাস মেজাজে। কারণ এই মুহূর্তে নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে শ্রাবন্তী এবং তাঁর নতুন গাড়ির ছবি। এক্কেবারে স্টাইলিশ ফ্যাশনে নতুন গাড়ির সামনে একাধিক ছবি তুলে তা পোস্টও করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কি গাড়ি কিনেছেন শ্রাবন্তী? জানা গিয়েছে শ্রাবন্তী ভলভোর এক্সই ছয় শূন্য মডেলের একটি লাক্সারি সেডান কিনেছেন। যার কলকাতায় অনরোড মূল্য পড়ছে ৬৫ লক্ষ ৯০ হাজার টাকা। তবে, শ্রাবন্তি এতটা অর্থ খরচ করেছেন কি না বা এর থেকে বেশি মূল্য দিতে হয়েছে কি না তা নিয়ে কোনও তথ্য এশিয়ানেট নিউজ বাংলার হাতে আসেনি। চলুন দেখা যাক ভলভোর এক্সই ছয় শূন্য মডেলের মধ্যে কী এমন বিশেষত্ব রয়েছে যে তা নজর কেড়েছে শ্রাবন্তীর। ভলভো সংস্থার দাবি তাদের এই মডেলের নয়া ফিচারে যুক্ত করা হয়েছে অন্দরে আরও জায়গা, আরাম এবং একটা ফিল-গুড বিষয়। যা আরোহীর মন মেজাজকে করে দিতে পারে তাজা ও ফুরফুরে। এছাড়াও এর এমার্জেন্সি সেফটি এই রেঞ্জের যে কোনও গাড়ির থেকে অনেক বেশি শক্তিশালী। রয়েছে অটোমেটিক সব সুবিধা। এছাড়াও রয়েছে ১২টি হাই কোয়ালিটি অডিও স্পিকার।