৬৫ লক্ষ টাকা দিয়ে নতুন গাড়ি ঘরে আনলেন শ্রাবন্তী, নায়িকার মোট সম্পত্তির পরিমাণ কত

ভলভো সংস্থার দাবি তাদের এই মডেলের নয়া ফিচারে যুক্ত করা হয়েছে অন্দরে আরও জায়গা, আরাম এবং একটা ফিল-গুড বিষয়। যা আরোহীর মন মেজাজকে করে দিতে পারে তাজা ও ফুরফুরে। এছাড়াও এর এমার্জেন্সি সেফটি এই রেঞ্জের যে কোনও গাড়ির থেকে অনেক বেশি শক্তিশালী। রয়েছে অটোমেটিক সব সুবিধা। এছাড়াও রয়েছে ১২টি হাই কোয়ালিটি অডিও স্পিকার। 
 

নতুন প্রেমের গুঞ্জন, সেই সঙ্গে দুবাই ভ্রমণ, আর মাঝখানে বেজিকাণ্ড। যেখানে এমনটাও মনে করা হচ্ছে যে হয়তো জেলে যেতে হতে পারে বাংলার এই মুহূর্তে বহুল জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। তবে এত সব বিতর্ক যে তাঁকে খুব একটা ছুয়ে যাচ্ছে না তা তিনি ফের প্রমাণ করে দিলেন তাঁর বিন্দাস মেজাজে। কারণ এই মুহূর্তে নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে শ্রাবন্তী এবং তাঁর নতুন গাড়ির ছবি। এক্কেবারে স্টাইলিশ ফ্যাশনে নতুন গাড়ির সামনে একাধিক ছবি তুলে তা পোস্টও করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কি গাড়ি কিনেছেন শ্রাবন্তী? জানা গিয়েছে শ্রাবন্তী ভলভোর এক্সই ছয় শূন্য মডেলের একটি লাক্সারি সেডান কিনেছেন। যার কলকাতায় অনরোড মূল্য পড়ছে ৬৫ লক্ষ ৯০ হাজার টাকা। তবে, শ্রাবন্তি এতটা অর্থ খরচ করেছেন কি না বা এর থেকে বেশি মূল্য দিতে হয়েছে কি না তা নিয়ে কোনও তথ্য এশিয়ানেট নিউজ বাংলার হাতে আসেনি। চলুন দেখা যাক ভলভোর এক্সই ছয় শূন্য মডেলের মধ্যে কী এমন বিশেষত্ব রয়েছে যে তা নজর কেড়েছে শ্রাবন্তীর। ভলভো সংস্থার দাবি তাদের এই মডেলের নয়া ফিচারে যুক্ত করা হয়েছে অন্দরে আরও জায়গা, আরাম এবং একটা ফিল-গুড বিষয়। যা আরোহীর মন মেজাজকে করে দিতে পারে তাজা ও ফুরফুরে। এছাড়াও এর এমার্জেন্সি সেফটি এই রেঞ্জের যে কোনও গাড়ির থেকে অনেক বেশি শক্তিশালী। রয়েছে অটোমেটিক সব সুবিধা। এছাড়াও রয়েছে ১২টি হাই কোয়ালিটি অডিও স্পিকার। 

07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও