প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। তাঁর প্রয়াণে শোকের ছায়া চলচ্চিত্র জগতে। স্বাতীলেখা আন্টিকে হারিয়ে শোকাহত ঋতুপর্ণা সেনগুপ্ত। সৌমিত্র জেঠুর পর এবার স্বাতীলেখা আন্টিকে হারালাম, বললেন ঋতুপর্ণা। বেলাশেষের পরিবারের দু'জন অভিভাবককে হারিয়ে মর্মাহত ঋতুপর্ণা। বেলাশেষের পর বেলাশুরুতেও একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। স্বাতীলেখা কন্যা সোহিনীর সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল বলে জানালেন ঋতুপর্ণা। মায়ের সান্নিধ্য পেয়েছিলাম, এমন কথাও বলতে শোনাগেল ঋতুপর্ণাকে।