Bengali cinema: বোলপুরে শুরু 'আম্রপালী'র শ্যুটিং, মুখোমুখি ছবির পরচালক থেকে অভিনেতা-­অভিনেত্রী

বোলপুরে শুরু রাজা চন্দ­র নতুন ছবি 'আম্রপালী'র শ্যুটিং। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোমরাজ। এছাড়াও রয়েছে বনি সেনগুপ্ত ও আয়ূষী তালুকদার। ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে 'আম্রপালী'।

বোলপুরে শুরু হয়েছে রাজা চন্দর ছবি 'আম্রপালী'র শ্যুটিং।ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোমরাজ,বনি সেনগুপ্ত ও আয়ূষী তালুকদার। ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই ছবি। পরিচালক রাজা চন্দ নিজেই ছবির চিত্রনাট্য লিখেছেন।ছবিতে দেখা যাবে সোমরাজ অভিনীত চরিত্রটির বাবা চান তাঁর ছেলের রাজনৈতিক ভিতটা গ্রামে গিয়ে পোক্ত হোক। এবং সেটা সৎ পথে। একজন সৎ এবং সম্মানীয় মাস্টার মশাইয়ের কাছে ছেলে জীবনে এগিয়ে চলার সঠিক দিশা পান, সেটাই চায় বাবা।বাকিটা চমক। অভিনেতা বনি সেনগুপ্তকে পুরোপুরি একটি ভিন্ন চরিত্রে দেখা যাবে ছবিতে। প্রেমের একটা বড় দিক তো আছেই । তাও আবার ত্রিকোণ প্রেম । সুতরাং গণ্ডগোল একটা বাঁধবে প্রেম ঘিরে, তা তো বলার অপেক্ষা রাখে না।রিয়েল লাইফে সমরাজের সঙ্গে আয়ূষীর সম্পর্কের কথা সকলেরই জানা।এবার রিল লাইফে সোমরাজের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন আয়ূষী।তাই খুবই এক্সাইটেড অভিনেত্রী। তবে এটা আর বলা রাখতে বাকি রাখেনা যে বনি, সোমরাজ আর আয়ূষীর এই ছবি এক ভিন্ন ধারার প্রেমের গল্প উপহার দেবে বাংলা সিনেমাপ্রেমীদের।

18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও04:05RG Kar Protest : '২৩ দিন হয়ে গেল, প্রয়োজনে পথে নামবো' রবিবাসরীয় কলকাতার রাজপথে প্রতিবাদের গর্জন06:11Actress Payel Mukherjee : গাড়িতে হামলা, হেনস্থা, ভয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী পায়েল, দেখুন কি হয়েছে06:03'নির্যাতিতার বিচার চাই' আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নামল টলিউড