Joy kali kalkattawali movie shooting- কালীপুজোতে জয় কালী কলকাত্তাওয়ালির শ্যুটিং, দেখে নিন এক্সক্লুসিভ ভিডিও

জয় কালী কলকাত্তাওয়ালির শ্যুটিং শুরু করলেন নুসরত (Nusrat Jahan)। সেই শ্যুটিং-এর কিছু দৃশ্য আপনাদের জন্য। নুসরত ছাড়াও ছবিতে রয়েছেন সোহম। এছাড়াও রয়েছেন সোমরাজ মাইতি, সুস্মিতা চট্টোপাধ্যায়। রয়েছেন মুম্বইয়ের অভিনেত্রী রিচা শর্মা। ছবির পরিচালক অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়। জয় কালী কলকাত্তাওয়ালির প্রযোজনা সংস্থা শ্যাডো ফিল্মস। সহকারী প্রযোজনা সংস্থা সৌমিস ক্যান প্রোডাক্ট এবং ম্যাকনেইল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কাঞ্চন মল্লিক। অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায়, পদ্মনাভ দত্ত। ছবিতে নুসরত-এর অভিনীত চরিত্রের নাম রাকা। রাকা খুব সহজ সরল মেয়ে, সকলকে বিশ্বাস করে। জয় কালী কলকাত্তাওয়ালি একটা লাইট কমেডি সিনেমা। এই ছবিতে কমেডির সঙ্গে সঙ্গে সাসপেন্স ও থ্রিলার রয়েছে। জয় কালী কলকাত্তাওয়ালিতে সোহম চোরের ভূমিকায়। চুরি করতে করতে তাদের হাতে প্রাচীন কালীমূর্তি আসে। এই প্রাচীন কালীমূর্তির সূত্র ধরে জালে জড়িয়ে যায় সোহম। একদিকে স্মাগলারদের হুমকি, অন্যদিকে পুলিশে তাড়া। এভাবেই গল্প এগিয়ে যাবে জয় কালী কলকাত্তাওয়ালির। জয় কালী কলকাত্তাওয়ালি-তে অভিনয় করছেন রিচা। তাঁর অভিনীত চরিত্রের নাম রুকসানা। এই প্রথম এমন চরিত্রে অভিনয়, বললেন রিচা। জয় কালী কলকাত্তাওয়ালিতে চোরের ভূমিকায় সুস্মিতা। চুরি করা সমস্ত জিনিস দিয়ে সে নিজেকে সাজায়। সুস্মিতার মতে তিনি একটি মজাদার চরিত্রেই অভিনয় করছেন। সোহমের চোর জীবনের সঙ্গী সোমরাজ। সোমরাজ তাই নিজেও চোর। তবে সোমরাজরা নিজেদের টিকিয়ে রাখতে চুরি করে। শ্যুটিং খুব উপভোগ করছেন বলে জানিয়েছেন সোমরাজ। অতিমারির মধ্যে কাজ সেভাবে হয়নি- সুদেষ্ণা। জয় কালী কলকাত্তাওয়ালি বক্স অফিস নিয়ে আশাবাদী সোহম। ছবি হিটের সমস্ত উপাদান রয়েছে, মনে করছেন সোহম। ছবির দুই পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজি গুহ-র প্রশংসাও শোনা গেল সোহমকে।

জয় কালী কলকাত্তাওয়ালির শ্যুটিং শুরু করলেন নুসরত (Nusrat Jahan)। সেই শ্যুটিং-এর কিছু দৃশ্য আপনাদের জন্য। নুসরত ছাড়াও ছবিতে রয়েছেন সোহম। এছাড়াও রয়েছেন সোমরাজ মাইতি, সুস্মিতা চট্টোপাধ্যায়। রয়েছেন মুম্বইয়ের অভিনেত্রী রিচা শর্মা। ছবির পরিচালক অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়। জয় কালী কলকাত্তাওয়ালির প্রযোজনা সংস্থা শ্যাডো ফিল্মস। সহকারী প্রযোজনা সংস্থা সৌমিস ক্যান প্রোডাক্ট এবং ম্যাকনেইল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কাঞ্চন মল্লিক। অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায়, পদ্মনাভ দত্ত। ছবিতে নুসরত-এর অভিনীত চরিত্রের নাম রাকা। রাকা খুব সহজ সরল মেয়ে, সকলকে বিশ্বাস করে। জয় কালী কলকাত্তাওয়ালি একটা লাইট কমেডি সিনেমা। এই ছবিতে কমেডির সঙ্গে সঙ্গে সাসপেন্স ও থ্রিলার রয়েছে। জয় কালী কলকাত্তাওয়ালিতে সোহম চোরের ভূমিকায়। চুরি করতে করতে তাদের হাতে প্রাচীন কালীমূর্তি আসে। এই প্রাচীন কালীমূর্তির সূত্র ধরে জালে জড়িয়ে যায় সোহম। একদিকে স্মাগলারদের হুমকি, অন্যদিকে পুলিশে তাড়া। এভাবেই গল্প এগিয়ে যাবে জয় কালী কলকাত্তাওয়ালির। জয় কালী কলকাত্তাওয়ালি-তে অভিনয় করছেন রিচা। তাঁর অভিনীত চরিত্রের নাম রুকসানা। এই প্রথম এমন চরিত্রে অভিনয়, বললেন রিচা। জয় কালী কলকাত্তাওয়ালিতে চোরের ভূমিকায় সুস্মিতা। চুরি করা সমস্ত জিনিস দিয়ে সে নিজেকে সাজায়। সুস্মিতার মতে তিনি একটি মজাদার চরিত্রেই অভিনয় করছেন। সোহমের চোর জীবনের সঙ্গী সোমরাজ। সোমরাজ তাই নিজেও চোর। তবে সোমরাজরা নিজেদের টিকিয়ে রাখতে চুরি করে। শ্যুটিং খুব উপভোগ করছেন বলে জানিয়েছেন সোমরাজ। অতিমারির মধ্যে কাজ সেভাবে হয়নি- সুদেষ্ণা। জয় কালী কলকাত্তাওয়ালি বক্স অফিস নিয়ে আশাবাদী সোহম। ছবি হিটের সমস্ত উপাদান রয়েছে, মনে করছেন সোহম। ছবির দুই পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজি গুহ-র প্রশংসাও শোনা গেল সোহমকে।

07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও
Read more