ছেলে-বউমার ঝগড়া থামাতে দিয়ে বিপদে পড়লেন শাশুড়ি! অ্যাসিডে পুড়ল বুক, পা-সহ শরীরের বেশ কিছুটা অংশ। গুরুতর জখম অবস্থায় তিনি ভর্তি হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে।
আক্রান্তের নাম তিলোত্তমা সিংহ। বাড়ি, খণ্ডঘোষের খুদকুড়ি গ্রামে। বছর খানেক আগে প্রেম করে বিয়ে করেন তাঁর ছেলে অচিন্ত্য। বউমা রানুও খণ্ডঘোষেরই মেয়ে। সরকারি চাকরি করেন তিনি। শুক্রবার সকালে স্বামী-স্ত্রী মধ্যে অশান্তি শুরু হয়। ছেলে-বউমার অশান্তি থামাতে যান তিলোত্তমা। তখন ঘর থেকে অ্যাসিডের বোতল এনে রানু দেওয়া ছোঁড়েন বলে অভিযোগ। কাঁচের বোতল ভেঙে অ্যাসিড লাগে তাঁর শাশুড়ির গায়ে। বুক, পা-সহ শরীরে বেশ কিছুটা অংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি ভর্তি হাসপাতালে। অভিয়ুক্তকে আটক করেছে পুলিশ।