করোনার সঙ্গে লড়াই চলছে এখন ভারতের। ভারতে দেখা দিয়েছে অক্সিজেনের আকাল। অক্সিজেনের জন্য হাহাকার চলছে দেশে। নেই পর্যাপ্ত করোনা টিকাও। এই যুদ্ধে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বহু দেশই। সাহায্যের হাত বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও। অক্সিজেন সিলিন্ডার থেকে ডায়াগনস্টিক কিট, এছাড়াও রয়েছে এন 95 মাস্ক, পালস অক্সিমিটার। করোনা যুদ্ধের সামগ্রী নিয়ে ভারতের পথে মার্কিন বিমান।