জটিল হয়ে উঠেছে দেশের করোনা পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সংক্রমণের বৃদ্ধিতে রেকর্ড গড়েছে ভারত। ভারতের করোনা সংক্রমণ নিয়ে আদালতের ভর্ৎসনা। সরকারের ভূমিকার কড়া সমালোচনায় আদালত। নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে হুঁশিয়ারি। খুনের মামলা রুজু কেন করা হবে না, প্রশ্ন আদালতের। দিল্লি থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে মৃত্যুর মিছিল। শ্মশানে মৃতদেহের লম্বা লাইন, চুল্লি নেবার জো-নেই। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত মোট কেস ২৮৮২২০৪। অ্যাক্টিভের কেসের সংখ্যায় ১৬% বৃদ্ধি। ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যায় প্রায় তিন হাজার বৃদ্ধি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩% মানুষ। টীকাকরণ সম্পন্ন হয়েছে ১৪,৫২,৭১,১৮৬ জনের। সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে কেরল ও কর্ণাটকে। অক্সিজেনের চাহিদা চরমে পৌঁছেছে। পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। দেশ-বিদেশ থেকে আনা হচ্ছে আরও অক্সিজেন।