করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে দেশে। করোনা রোগীদের কথা ভেবেই এবার মালদহের চাঁচলে নতুন করোনা হাসপাতাল। চাঁচলের মানুষের কথা ভেবেই বিশেষ উদ্যোগ। ৬৪ শয্যার একটি করোনা হাসপাতাল তৈরি হয়েছে সেখানে। সেখানে অক্সিজেনেরও বিশেষ ব্যবস্থা থাকছে। করোনা হাসপাতালের উদ্ভোদন করেন সেখানকার জেলাশাসক। সরকারের এমন উদ্যোগে খুশি চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর,চাঁচল ও রতুয়া থানা এলাকার মানুষরা।